স্টাফ রিপোর্টার, উদয়পুর, ১৮ আগস্ট।। বুধবার উদয়পুর ত্রিপুরেশ্বরী মাতাবাড়িতে পূজা দিলেন কেন্দ্রীয় সমাজকল্যাণ ও ন্যায় বিচার অধিকার দপ্তরের রাষ্ট্রমন্ত্রী প্রতিমা ভৌমিক।
৫১ পীঠের অন্যতম পীঠস্থান মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে বুধবার পূজা দিলেন কেন্দ্রীয় সমাজকল্যাণ ও ন্যায় বিচার অধিকার দপ্তরের রাষ্ট্রমন্ত্রী তথা পশ্চিম ত্রিপুরা আসনের সাংসদ প্রতিমা ভৌমিক।
সঙ্গে ছিলেন রাজ্যের কৃষি ও পরিবহন পর্যটন মন্ত্রী প্রনজিৎ সিংহ রায় ,বিধায়ক বিপ্লব কুমার ঘোষ, রামপদ জমাতিয়া, রঞ্জিত দাস সহ বিজেপি জেলা কর্মকর্তারা।বাগমা থেকে যুব মোর্চার কর্মীরা মিছিল করে কেন্দ্রীয় মন্ত্রীকে মায়ের মন্দিরে নিয়ে আসেন।মায়ের মন্দিরে পূজা দিয়ে সোজা চলে আসেন রাজর্ষী কলাক্ষেত্র।
সেখানে উনাকে সংবর্ধনা দেওয়া হয়। সেখানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী প্রতিমা ভৌমিক বলেেন, কেন্দ্রীয় মন্ত্রিসভার নতুন ৩৯ জন মন্ত্রী গোটা ভারতবর্ষে ৪০ হাজার কিলোমিটার রান করবেন।
দেশের জনকল্যাণমুখী কাজ গুলি পর্যবেক্ষণ করা ও তা তুলে ধরা এবং রাষ্ট্র নির্মাণের যে দায়িত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী তা রাজ্যের জনগণের আশীর্বাদে অক্ষরে অক্ষরে তিনি পালন করবেন বলে জানান।
২০১৪ সালে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর রাজ্যের মানুষের চিন্তাধারা পরিবর্তনের ফলেই ২০১৮ সালে রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় এসেছে।
রাজ্যের উন্নয়নের জন্য কেন্দ্রীয় সরকার এবং তিনি নিজে উদ্যোগী হয়ে চেষ্টা চালিয়ে যাবেন বলেও জানান। রাজ্যের সকল অংশের জনগণকে এই কাজে নিয়োজিত হওয়ার জন্য সবার সহযোগিতা কামনা করেন।
কেন্দ্রীয় সমাজ কল্যাণ ও ন্যায়বিচার দপ্তরের রাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর এই প্রথম প্রতিমা ভৌমিক রাজ্যে এসেছেন। প্রতিমা ভৌমিক এর উদয়পুর মাতাবাড়ি সফরকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার লক্ষিত হয়।