স্টাফ রিপোর্টার, অমরপুর, ১৮ আগস্ট।। গোমতী জেলার অমরপুর মহাকুমার তিনঘড়িয়া এলাকার বাসিন্দা সূর্য সাধন জমাতিয়ার বাড়িতে নবনির্মিত শৌচালয়ের ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে অক্সিজেনের অভাবে দম বন্ধ হয়ে তিন জনের মৃত্যু হয়েছে। মৃত তিন জনের বাড়ি তেলিয়ামুড়া মহাকুমায়।সেপটিক ট্যাংকে কাজ করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে 3 শ্রমিকের।
মৃত’রা হলেন তেলিয়ামুড়ার ত্রিশাবাড়ি এলাকার বাসিন্দা কুমেন জমাতিয়া (৩৩), অতুল জমাতিয়া (৩৪) এবং দুষ্কি এলাকার বাসিন্দা সুজিত দেববর্মা (২৫)।মঙ্গলবার মৃতদেহ গুলো অমরপুর হাসপাতালের মর্গে নিয়ে রাখা হয়। বুধবার ময়নাতদন্ত শেষে তিন জনের মৃতদেহ তেলিয়ামুড়াস্থিত নিজ বাড়িতে নিয়ে আসা হয়।
মৃতদেহ নিজ বাড়িতে নিয়ে আসা হলে পরিবার- পরিজন সহ পাড়া- প্রতিবেশীদের চোখের জলে এলাকার আকাশ বাতাস ভারি হয়ে উঠে। খবর পেয়ে ছুটে যান তেলিয়ামুড়ার বিধায়িকা তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়। তিনি পরিবারের লোকজনদের সমবেদনা জ্ঞাপন করেন।
এ প্রসঙ্গে এক এলাকাবাসী জানান, মৃত ৩ জনের মধ্যে ২জনই বিবাহিত। তাদের স্ত্রী এবং ছোট সন্তান রয়েছে। পরিবারের উপার্জনশীল ব্যাক্তি বলতে একমাত্র তারাই ছিলেন। এখন কিভাবে সংসার প্রতিপালন করবেন তা বুঝে উঠতে পারছেন না।
তবে এভাবে তাদের মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছে না পরিবার-পরিজনসহ আত্মীয় পরিজনরা। এ প্রসঙ্গে বলতে গিয়ে বিধায়ক কল্যাণী রায় জানান, বিষয়টি তিনি সরকারের নজরে নেবেন ।
তিনি দেখবেন যাতে করে ওই ৩ শ্রমিকের পরিবারকে কিভাবে সরকারি সুযোগ-সুবিধা প্রদান করা যায়।সেপটিক ট্যাংকে কাজ করতে গিয়ে ৩ শ্রমিকের মর্মান্তিক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে গভীর শোকের ছায়া নেমে এসেছে।