Trinamool: ত্রিপুরায় এখন তৃণমূলের বসন্তের ছোঁয়া, সায়নী ঘোষের হাত ধরে যোগ দিলেন অনেকে

স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৭ আগস্ট।। সায়নী ঘোষ ত্রিপুরায় পৌঁছতেই রাজ্যের যুব সমাজের মধ্যে তৃণমূলে যোগ দেওয়ার প্রবল উৎসাহ নজরে এসেছে। আজ, মঙ্গলবার আগরতলার হোটেল পোলো টাওয়ারে সায়নী ঘোষের হাত ধরে বিভিন্ন দলের যুব নেতৃত্ব তৃণমূলে যোগ দিয়েছে।

বলা বাহুল্য ত্রিপুরায় এখন তৃণমূলের বসন্তের ছোঁয়া। একুশে বাংলায় অভূতপূর্ব ফলাফলের পর এবার যে তৃণমূলের লক্ষ্য তেইশের ত্রিপুরা সেটা বলার অপেক্ষা রাখে না।

২১ জুলাইয়ের পর থেকে নিয়ম করে ত্রিপুরা আসছেন দলের নেতা-নেত্রী-মন্ত্রী-সাংসদরা। এই সীমিত সময়ের মধ্যেই দু’বার ঘুরে এসেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দ্বারা ওখানে তৃণমূল কংগ্রেস আক্রান্ত হচ্ছে। খোদ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ত্রিপুরা নিয়ে যে বেশ সিরিয়াস সেট বলার অপেক্ষা রাখে না। নেতা-নেত্রীরা লাগাতার আক্রান্ত বা গ্রেফতার হলেও হাল ছাড়ছে না ঘাসফুল শিবির।

এবার ত্রিপুরায় যুব সংগঠনকে ঢেলে সাজাতে এখানে পৌঁছছেন পশ্চিমবঙ্গ রাজ্য যুব তৃণমূলের সভানেত্রী সায়নী ঘোষ । ১৬ই অগাস্ট খেলা হবে দিবসের দিন আগরতলায় পা রেখেই বিজেপি তথা বিপ্লব দেব প্রশাসনকে তোপ দাগেন তিনি।

২০২৩-এ বিপ্লব দেবের রাজ্যে যে থাবা বসাতে চলেছে তৃণমূল, তা স্পষ্ট ভাষায় জানান একুশের বিধানসভা ভোটে আসানসোল দক্ষিণের তৃণমূল প্রার্থী। সায়নী ঘোষের কথায়, “এর আগে যুবরা এসেছে। মা ত্রিপুরেশ্বরীর কাছে আমিও এলাম। আসতে তো হবেই। এখানে তৃণমূলের সংগঠন হবে।

খেলা হবে।” ত্রিপুরার বুকে তৃণমূল নেতা-নেত্রীদের আক্রান্ত হওয়া নিয়ে সায়নী বলেন, “বিজেপি যত বেশি আক্রমণ করবে, মানুষ তত ওদের থেকে সরে যাবে। এটা বাংলাতেও হয়েছে। ত্রিপুরাতেও হবে। ত্রিপুরাবাসীর কাছে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রয়েছে। তাঁরা সঠিক সিদ্ধান্ত নেবেন।

মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গে পাঙ্গা নিলে, উনি আরও বেশি চাঙ্গা হন। তৃণমূলকে এভাবে আটকানো যাবে না।” অন্যদিকে, সোমবারই গ্রেফতার হওয়া আমবাসার স্থানীয় তৃণমূল নেতা-কর্মীরা জামিনে ছাড়া পেয়েছেন।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?