স্টাফ রিপোর্টার, রাইমাভ্যালি, ১৭ আগস্ট।। এডিসের ভিলেজ কমিটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করার জন্য এখন থেকেই তৎপরতা শুরু করেছে তৃণমূল কংগ্রেস। উপজাতি অধ্যুষিত এলাকাগুলোতে সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির উদ্যোগ নিয়েছে সংগঠন।
আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে রাইমাভ্যালিতে তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। প্রায় প্রত্যেক দিনই কোথাও না কোথাও যোগদান সভা অনুষ্ঠিত হচ্ছে। সোমবার রাইমাভ্যালি ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আরও একটি যোগদান সভা অনুষ্ঠিত হয়।
এদিন রাইমাভ্যালি কেন্দ্রের পিছলিঘাটস্হিত সুবোধ মল্লিক পাড়া অঙ্গনওয়ারী কেন্দ্রের মাঠে অনুষ্ঠিত যোগদান সভায় উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য কমিটির সদস্য ললিত চাকমা, রাইমাভ্যালি ব্লক তৃণমূল কংগ্রেস নেতৃত্ব জয়কুমার দাস, নৃপেন দেবনাথ প্রমুখ।
এদিন ঠাকুরছড়া এডিসি ভিলেজ থেকে ৩ পরিবারের ১২ জন ভোটার শাসক দল ত্যাগ করে তৃণমূল কংগ্রেস দলে যোগদান করেন।
দলত্যাগীদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলে বরন করে নেন পার্টির রাজ্য কমিটির সদস্য ললিত চাকমা। এদিনের যোগদান সভায় দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি ভাল সাড়া লক্ষ্য করা যায়।