অনলাইন ডেস্ক, ১৭ আগস্ট।। আফগানিস্তানের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দেশটির টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ গ্রহণ নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। তবে আফগানিস্তান ক্রিকেট বোর্ড নিশ্চিত করেছে, বিশ্বকাপে অংশ নিতে প্রস্তুতি চালিয়ে যাচ্ছে তারা।আফগানিস্তান দলের মিডিয়া ম্যানেজার হিকমত হাসান বার্তা সংস্থা এএনআইকে বলেছেন, ‘আমরা টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলব। বিশ্বকাপের প্রস্তুতি চলছে এবং যারা হাতের কাছে আছে তারা আগামী কয়েক দিনের মধ্যে কাবুলে অনুশীলনে ফিরবে।’
বিশ্বকাপ সামনে রেখে অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে একটি ত্রিদেশীয় টুর্নামেন্ট খেলার চেষ্টার কথাও জানিয়েছেন এই কর্মকর্তা। হিকমত বলেন, ‘অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে একটা ত্রিদেশীয় সিরিজ খেলার জন্য ভেন্যু খুঁজছি আমরা। বিশ্বকাপের জন্য এটাই সেরা প্রস্তুতি হবে। আমরা শ্রীলঙ্কার মতো কিছু দেশের সঙ্গে কথা বলছি এবং মালয়েশিয়ার কথাও মাথায় আছে। দেখা যাক।’
অক্টোবর-নভেম্বরে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সুপার টুয়েলভ পর্বে সরাসরি খেলবে আফগানরা।তবে সম্প্রতি তালেবান দখল নিয়েছে আফগানিস্তানের। ফলে দেশটিতে তৈরি হয়েছে চরম রাজনৈতিক অস্থিরতা। অনেক আফগান নাগরিক শঙ্কা নিয়ে আফগানিস্তান ছেড়ে যাচ্ছেন।
রশিদ খানের মতো তারকা দেশে পরিবার থাকায় শঙ্কার কথা জানিয়েছেন। রশিদ এখন ইংল্যান্ডে রয়েছেন দ্য হান্ড্রেড টুর্নামেন্টের জন্য। মোহাম্মদ নবীও ইংল্যান্ডে। তাদের পরিবারকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আফগান বোর্ড নিয়েছে বলেও দাবি করেছেন হিকমত।
‘আমরা সব সময় খেলোয়াড় ও তাদের পরিবারকে সহায়তা করতে চাই। আমরা তাদের জন্য যতটা সম্ভব করব। কাবুলে তেমন কিছুই হয়নি। আমরা এরই মধ্যে অফিস করছি, সুতরাং দুশ্চিন্তার কিছু নেই।’- বলেন হিকমত হাসান।