Security Council: রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে আফগানিস্তানে পালাবদল ইস্যুতে অবস্থান সুস্পষ্ট করল ভারত

অনলাইন ডেস্ক, ১৭ আগস্ট।। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে আফগানিস্তানে পালাবদল ইস্যুতে নিজেদের অবস্থান সুস্পষ্ট করল ভারত। রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী সদস্য টি এস তিরুমূর্তী বলেন, আফগানিস্তানের প্রতিবেশী রাষ্ট্রগুলির জন্য স্বস্তির বার্তা হবে যে দেশটি যেন সন্ত্রাসের আঁতুড়ঘরে পরিণত না হয়।

উল্লেখ্য, এই নিয়ে এক সপ্তাহের মধ্যে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের দুটি বৈঠক অনুষ্ঠিত হল। সোমবারের বৈঠকে ভারতের স্থায়ী সদস্য টি এস তিরুমূর্তী আরও বলেন, কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের ছবি দেখে তাঁরা শঙ্কিত।

বিমানবন্দর ও শহরে গুলি চলেছে। মহিলা ও শিশুরা আতঙ্কিত, বিপর্যস্ত। এমতাবস্থায় দাঁড়িয়ে ভারতের আর্জি রাষ্ট্রসংঘের কাছে মানবতা যেন আফগানিস্তানে লুণ্ঠিত না হয়। স্বার্থ ব্যতিরেকে আন্তর্জাতিক মহল দাঁড়াক আফগানিস্তানের পাশে। সে দেশে দ্রুত ফিরুক স্থিতাবস্থা।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?