অনলাইন ডেস্ক, ১৭ আগস্ট।। ক্রিস্তিয়ানো রোনালদোকে চলতি গ্রীষ্মে দলে ভেড়াতে চায় ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি। পর্তুগাল অধিনায়কের এজেন্ট জর্জ মেন্দিস সংবাদমাধ্যমকে এমনটাই জানিয়েছেন।
গুঞ্জন রয়েছে, রোনালদো এবং জুভেন্তাস দুই পক্ষই চায় তাদের সম্পর্কের ইতি টানতে। ট্রান্সফার উইন্ডো শেষ হতে বাকি রয়েছে আরো ১৪ দিন। চাইলে এই সময়ে অন্যত্র পাড়ি দিতে পারেন ৩৬ বছর বয়সী তারকা।রোনালদোর এজেন্ট মেন্দিস কোরিয়ার ডেলো স্পোর্তকে জানিয়েছেন, ম্যান সিটির সঙ্গে আলোচনা শুরু হয়েছে।
প্রতিবেদনে আরো বলা হয়, রোনালদো তুরিন ছাড়ার জন্য জুভেন্তাসের সঙ্গে একটি চুক্তিতেও পৌঁছেছে। যা দল বদলের বাজারে আলোড়ন তুলতে পারে।তবে ম্যানসিটির চোখ রয়েছে টটেনহাম তারকা হ্যারি কেইনের দিকেও। রোনালদোকে এ ক্ষেত্রে তার উপযুক্ত বিকল্প ভাবা হচ্ছে।
ইউরোপের শীর্ষ ফুটবলের আরো অনেক ক্লাবের মতো জুভেন্তাসও অর্থনৈতিক সংকট থেকে মুক্ত নয়। রোনালদো এরই মধ্যে রিয়াল মাদ্রিদ, প্যারিস সেন্ট জার্মেই এবং ম্যানচেস্টার ইউনাইটেডে পাড়ি দিতে ব্যর্থ হয়েছেন।
এখন রোনালদো যদি সত্যিই ম্যানসিটিতে পাড়ি দেন, তবে সেটি বিস্ময়করই হবে। কারণ সিটির প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডে ৬ বছর কাটিয়েছেন রোনালদো। প্রায়ই তিনি সাবেক ক্লাবের প্রতি ভালোবাসার কথা বলে থাকেন।