Protest: দ্বিতীয় দিনেও সকাল থেকে বিশালগড় গ্যাস বটেলিং প্লান্টের শ্রমিকদের বিক্ষোভ আন্দোলন

স্টাফ রিপোর্টার, বিশালগড়, ১৭ আগস্ট।। মঙ্গলবার দ্বিতীয় দিনেও সকাল থেকে বিশালগড় গ্যাস বটেলিং প্লান্টের ছাঁটাইকৃত শ্রমিকরা কর্মসংস্থান ফিরে পাবার দাবিতে অফিসের সামনে বিক্ষোভ আন্দোলনে শামিল হয়।

বিশালগড় বটলিং প্লান্ট অন্যত্র স্থানান্তর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এখানে কর্মরত শ্রমিকদের আগাম কোন কিছু না জানিয়ে হঠাৎ কাছ থেকে ছাঁটাই করা হয়েছে। তাতে জটিল সমস্যার সম্মুখীন হয়েছে শ্রমিকরা। অসহায় শ্রমিক পরিবারগুলোর তাদের জন্য কাজের সংস্থান করতে কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছে।

ঘটনার বিবরণে জানা যায়, সোমবারের পর মঙ্গলবার সকাল থেকে বিশালগড় গ্যাস বটেলিং প্লান্টের অফিসের সামনে শ্রমিকদের কর্মসংস্থান ফিরিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ আন্দোলন সংগঠিত করেন শ্রমিকরা। জানা যায় দীর্ঘ চার বছর যাবৎ ৬০ জন শ্রমিক বিশালগড় গ্যাস বটলিং অফিসে কাজ করে সংসার প্রতিপালন করে আসছিল।

কিন্তু বিশালগড় গ্যাস বটলিং প্লান্ট এর অফিস বিশালগড় থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হয়। গ্যাস অফিসের কর্তৃপক্ষ বিশালগড়ের ৬০ জন শ্রমিককে হঠাৎ কিছু না বলে কাজ বন্ধ রাখার জন্য নির্দেশ দেন। তাই শ্রমিকরা আজ দ্বিতীয় দিন সকাল থেকে অফিসের সামনে বসে কর্মসংস্থান ফিরে পাবার জন্য আন্দোলন করে যাচ্ছে।

গতকাল বিকেল বেলা পর্যন্ত আন্দোলন করার পর অফিসের কর্তৃপক্ষ থেকে কোন উত্তর না পাওয়ায় শ্রমিকরা আজ সকালবেলা থেকে পুনরায় অফিসের সামনে সমস্ত শ্রমিকদেরকে নিয়ে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে । শ্রমিকদের দাবি তাদেরকে পুনরায় কর্মসংস্থানে ফিরিয়ে দিতে হবে। নয়তো তারা বৃহত্তর আন্দোলন যাবে বলে হুশিয়ারি দেন।

তারা আরো জানান ,যদি তাদেরকে হঠাৎ করে কর্মসংস্থান থেকে বঞ্চিত করা হয় তবে তারা এই পরিস্থিতিতে কিভাবে সংসার প্রতিপালন করবে ।তা নিয়ে চিন্তিত হয়ে কিছু কিছু শ্রমিক অসুস্থ হয়ে পড়েছে।

ছাঁটাইকৃত প্রত্যেকটা শ্রমিককে পুনরায় নিয়োগ করার জন্য তারা দাবি জানিয়েছে।এখন দেখার বিষয় তাদের বিষয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষ কোন কাজের সংস্থান করে কিনা। তার দিকে তাকিয়ে রয়েছে বিশাল বড় মহাকুমাবাসি।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?