New Zealand: নতুন করে একজনের করোনা শনাক্ত হওয়ার পরপরই দেশজুড়ে লকডাউন ঘোষণা নিউজিল্যান্ডে

অনলাইন ডেস্ক, ১৭ আগস্ট।। নতুন করে একজনের করোনা শনাক্ত হওয়ার পরপরই দেশজুড়ে লকডাউন ঘোষণা করেছে নিউজিল্যান্ড।দ্য গার্ডিয়ান জানায়, মঙ্গলবার বিকেলে নিউজিল্যান্ডে একজন কোভিড পজিটিভ শনাক্ত হন। তিনি করোনাভাইরাসের ভারতীয় ধরনে (ডেল্টা ভ্যারিয়েন্ট) আক্রান্ত বলে সন্দেহ করা হচ্ছে।

মঙ্গলবার রাত থেকেই নিউজিল্যান্ডজুড়ে ‘লেভেল-ফোর’ এর লকডাউন ঘোষণা করা হয়েছে। ‘লেভেল ফোর’ লকডাউনের সর্বোচ্চ স্তর।সরকারি ঘোষণায় বলা হয়েছে, মঙ্গলবার মধ্যরাত থেকে কমপক্ষে তিন দিনের জন্য এবং অকল্যান্ড ও করোম্যান্ডেলে চার থেকে সাত দিনের জন্য লকডাউন চলবে।

গত ফেব্রুয়ারির পর এটিই স্থানীয়ভাবে সংক্রমণের প্রথম ঘটনা।দেশটির প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন বলেন, ‘ডেল্টাকে গেম চেঞ্জার বলা হয়েছে এবং এটি আসলেই তাই। এর অর্থ হলো এর বিস্তার বন্ধ করতে হলে আমাদের আবারও কঠোর ও দ্রুত ব্যবস্থা নিতে হবে। আমরা দেখেছি অন্য অঞ্চলে কী হয়েছে। এটাই আমাদের একমাত্র সুযোগ।’

নিউজিল্যান্ডে বাড়ির বাইরে গেলে বাধ্যতামূলকভাবে মাস্ক পরার নির্দেশনা নেই। তবে প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন ও স্বাস্থ্য কর্মকর্তারা সবাইকে বাড়ির বাইরে মাস্ক পরার আহ্বান জানিয়েছেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?