অনলাইন ডেস্ক, ১৭ আগস্ট।। টোকিও অলিম্পিক থেকে সোনা জিতে ফেরার পর থেকেই অসুস্থতা বোধ করতে থাকেন নীরজ চোপড়া। মূলত তার উপসর্গ হিসেবে জ্বর, সর্দি, গলাব্যথা হয়. যদিও কোভিড টেস্ট করলেও রিপোর্ট নেগেটিভ আসে।
স্বাধীনতা দিবসের দিন জ্বর থাকলে তিনি উপস্থিত ছিলেন দিল্লির লালকেল্লায় অনুষ্ঠানে। যেখানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপর আজ হঠাৎ অসুস্থতা বোধ করায় নীরজকে হাসপাতালে ভর্তি করা হয়।
পানিপতের একটি সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন নীরজ। সেখানে হঠাৎ গরমে অস্বস্তি বোধ করেন। এরপর পরিস্থিতি খারাপের দিকে যাওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।নীরজ আপাতত চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন।