অনলাইন ডেস্ক, ১৭ আগস্ট।। লিওনেল মেসিকে পিএসজির জার্সিতে মাঠ মাতাতে দেখতে তর সইছে না ক্লাব সমর্থকদের। সাবেক বার্সেলোনা অধিনায়ক চলতি গ্রীষ্মে নাম লিখিয়েছেন ফ্রান্সের ক্লাবটিতে। কোপা আমেরিকা জয়ের পর লম্বা সময় ছুটিতে থাকায় মাঠে নামার জন্য একটু সময় নিচ্ছেন মেসি। তবে এরই মধ্যে অনুশীলনে নিজের স্কিল দিয়ে সবাইকে মুগ্ধ করেছেন এই আর্জেন্টাইন।
পিএসজির মঙ্গলবারের অনুশীলনের বেশকিছু ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে মেসি বল নিয়ে তার ট্রেডমার্ক দৌড়ে একাধিক খেলোয়াড়কে বোকা বানাচ্ছেন। কখনো বল দেওয়া নেওয়া করছেন নেইমারের সঙ্গে। পিএসজির অফিশিয়াল টুইটারের একটি ভিডিওতে কিলিয়ান এমবাপ্পের এসিস্টে মেসিকে গোল করতেও দেখা গেছে।
মেসি তার সাবেক ক্লাব বার্সেলোনার সঙ্গে চলতি গ্রীষ্মের শুরুতে চুক্তি নবায়ন করতে সম্মত হয়েছিলেন। কিন্তু আর্থিক সমস্যায় ক্লাবটি নিজেদের ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড়কে ধরে রাখতে ব্যর্থ হয়।
বার্সা ছেড়ে মেসি নাম লেখান পিএসজিতে। যেখানে মেসি সতীর্থ হিসেবে পাচ্ছেন রিয়াল মাদ্রিদের সাবেক অধিনায়ক সার্জিও রামোসকে। দুজনকেই ফ্রি ট্রান্সফারে পেয়েছে পিএসজি।