অনলাইন ডেস্ক, ১৭ আগস্ট।। তালিবানদের সমর্থনে কোন পোস্ট করলেই এবার কড়া ব্যবস্থা নেবে ফেসবুক। তালিবানকে নিষিদ্ধ করল ফেসবুক আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি বিচার করে তালিবানের পক্ষে করা সমস্ত পোস্ট মুছে দেওয়ার সিদ্ধান্ত নিল জুকারবার্গের সংস্থা।
আক্ষরিক অর্থেই তালিবানরা আফগানিস্তানের ক্ষমতা দখল করার পর থেকেই একের পর এক ছবি ভেসে আসছে সোশ্যাল মিডিয়ায়। যাতে কখনও দেখা যাচ্ছে দিশেহারা আফগান নাগরিকদের একাংশের দেশ ছেড়ে চলে যেতে চাওয়ার জন্য বিমানবন্দরে তৈরি হওয়া অস্থিরতার ছবি। আবার সদ্যোজাতর বাবা-মায়ের থেকে বিছিন্ন হয়ে পড়ার ছবি।
তাই এই ধরণের সমস্ত ছবিও যাবতীয় পোস্ট মুছে ফেলার সিদ্ধান্ত নিল ওই সংস্থা। জানানো হয়েছে, যে সকল প্রোফাইল থেকে তালিবানদের বার্তা ছড়িয়ে দেওয়া হয়, বন্ধ করে দেওয়া হবে সেগুলো। এখনও পর্যন্ত ফেসবুকে তালিবানিদের সমর্থনে যাবতীয় যা পোস্ট করা হয়েছে, তা মুছে ফেলা হবে। নতুন করে পোস্ট করা হলে সেক্ষেত্রেও কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।