স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৭ আগস্ট।। আমতলী থানা এলাকার রানিরখামারের অনন্ত আচার্য উচ্চ বিদ্যালয়ের মিড ডে মিলের রান্না ঘরের বারান্দা থেকে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃতের নাম রামকৃষ্ণ সরকার।
আমতলী থানার মধুবনের রানীখামারের অনন্ত আচার্য উচ্চ বিদ্যালয়ের মিড-ডে-মিল রান্নাঘরের বারান্দা থেকে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
মৃত ব্যক্তির নাম রামকৃষ্ণ সরকার ।বয়স ৪০ বছর। পেশায় রাজমিস্ত্রি ঠিকাদার। কন্ট্রাক্ট নিয়ে কাজ করেন।
এলাকার মানুষের কাছ থেকে জানা যায় ড্রেনের কাজ নিয়ে মতভেদ কে কেন্দ্র করেই আত্মহত্যার পথ বেছে নেন তিনি । মৃতদেহটি ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয় মানুষজন পুলিশকে খবর দেন।
পুলিশ এসে ঘটনাস্থল থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
এটি অস্বাভাবিক মৃত্যু নাকি এর পেছনে অন্য কোনো কারণ আত্মগোপন করে রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।
প্রাথমিক তদন্ত শেষে পুলিশ জানিয়েছে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে। ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের সংবাদে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।