স্টাফ রিপোর্টার, পানিসাগর, ১৭ আগস্ট।। পানিসাগর গ্রাম উন্নয়ন দপ্তরের সহকারী বাস্তুকার দপ্তরে উন্নয়নের কাজ নিয়ে চলছে সাগরচুরি দুর্নীতি । অফিসের কর্মযজ্ঞ নিয়েও চলছে চরম অবহেলা।
পানিসাগর মহকুমার গ্রাম উন্নয়ন দপ্তরের সহকারী বাস্তুকার সুজিত দত্ত প্রতি সপ্তাহের শুক্রবার আগরতলা নিজ বাড়িতে চলে যান ।
শনি, রবি, সোম কাটিয়ে মঙ্গলে অফিসে আসেন। যার দরুণ দপ্তরের অনেক উন্নয়নমূলক কাজ মুখথুবরে পড়েছে। সরকারি কর্মচারীগণ চাকুরী নিয়মনীতি অনুযায়ী কর্মস্থল থেকে আট কিমি এর বাহিরে যাওয়া বা থাকা নীয়মনীতির বিরুদ্ধে।
যদি কোনো কর্মচারী আট কিলোমিটারের বাইরে বাড়িতে বা অন্য কোনো স্থানে যেতে হয় তবে দপ্তরের অনুমতি নেওয়া প্রয়োজন। পানিসাগর মহকুমার গ্রাম উন্নয়ন দপ্তরের সহকারী বাস্তুকার এই নিয়মনীতির কোনো তোয়াক্কা করছেন না।
প্রতি সপ্তাহের শুক্রবার এটেন্ডেন্স সাক্ষর করে সকালের ট্রেনে আগরতলায় চলে যান। পরবর্তী সপ্তাহের মঙ্গলবারে ট্রেনে উনি পানিসাগর অফিসে আসেন।অত্যন্ত পরিতাপের বিষয় গোটা দেশ যেখানে ৭৫ তম স্বাধীনতা দিবস পালন করছে ১৫ই আগষ্ট।
প্রতি সরকারি বা বে-সরকারি দপ্তরের কর্ণধার জাতীয় পতাকা উত্তোলন করছেন। অথচ সে ক্ষেত্রে জাতীয় পতাকা উত্তোলন করে পানিসাগর গ্রাম উন্নয়ন দপ্তরের ইঞ্জিনিয়ার সুজিত বাবু শুক্রবার কোন রকম অনুমতি ছাড়া আগরতলা নিজ বাড়িতে চলে যান।
অথচ সরকারি রেজিস্টারে উনার উপস্থিতির স্বাক্ষর রয়েছে। শুক্রবার উনার দপ্তরে গিয়ে উনাকে পাওয়া যায়নি। জাতীয় পতাকা উত্তোলন করেন দপ্তরের জুনিয়র ইঞ্জিনিয়ারগণ। এই অবস্থা দপ্তরের চলছে।
দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সব কিছু জেনেশুনেও ধৃতরাষ্ট্রের ভূমিকা পালন করছেন। এদিকে পানিসাগর মহকুমার গ্রাম উন্নয়ন দপ্তরের অফিস থেকে যতগুলো উন্নয়নের কাজ হয়েছে বা চলছে সমস্তকাজগুলাতে চলছে সাগরচুরি দুর্নীতি।
অনেকগুলো উন্নয়নের কাজে অতিরিক্ত লক্ষ লক্ষ টাকা ব্যয় দেখিয়ে ঠিকেদার জুনিয়র ইঞ্জিনিয়ার এবং সহকারী বাস্তুকার এই ত্রয়ী সমন্বয়ে হাতিয়ে ফেলা হয়েছে বলে দপ্তরসূত্রে খবর।