Complaint: বিশালগড় ডিডব্লিউএস দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের কাজকর্ম নিয়ে অভিযোগ

স্টাফ রিপোর্টার, বিশালগড়, ১৭ আগস্ট।। বিশালগড় ডিডাব্লিউ এস দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এর কাজকর্ম নিয়ে বিভিন্ন মহল থেকে নানা অভিযোগ উঠতে শুরু করেছে।

সরকারি কাজকর্ম যথা সময়ে সম্পন্ন করার ক্ষেত্রে তালবাহানার অভিযোগও মিলেছে। সরকারি দপ্তরে কর্তব্যরত অবস্থায় নেশা দ্রব্য সেবন করার ক্ষেত্রে কঠোর ব্যবস্থা গ্রহণের সরকারি নির্দেশ রয়েছে।

রাজ্যের মুখ্যমন্ত্রী এ ব্যাপারে কড়া বার্তা দিয়েছেন। কিন্তু মুখ্যমন্ত্রীর নির্দেশকে পাত্তা দিচ্ছেনা একাংশের সরকারি কর্মচারীরা। সরকারি অফিসে বসেই নেশা সেবনের প্রবণতা এখনো অব্যাহত রয়েছে।

অফিসে বসেই সরাসরি সিগারেটের সুখ টানে নিমজ্জিত সরকারি আধিকারিকদের একাংশও। সরকারি আধিকারিকের দায়িত্ব ও কর্তব্য নিয়ে অভিযোগ রয়েছে অহরহ। সাধারণ জনগণের সাথে দুর্ব্যবহার করাও তার নিত্যদিনের অভ্যাস বটে।

অর্ধ লক্ষ টাকা বেতনভুক্ত সেই সরকারি আধিকারিক হলেন বিশালগড় ডিডাব্লিউ এস অফিসে কর্মরত এক্সজিওটিভ ইঞ্জিনিয়ার এম কে দাস।

গত কয়েকমাস যাবৎ সেই দায়িত্বে রয়েছেন দাস বাবু। বিশালগড় এলাকার বিভিন্ন প্রান্তে সরকারি পানীয় জলের উৎস কেন্দ্রগুলো অধিকাংশ অকেজো হয়ে পড়েছে।

ওয়াটার সাপ্লাই মেশিন গুলি সারাইয়ের উদ্দেশ্যে স্থানীয় নেতাকর্মীরা, দফায় দফায় ইঞ্জিনিয়ার বাবুর নিকট ধর্ণা দিতে দেখা গেলেও, উনার দায়িত্ব বলতে কোনো লক্ষণ পরিলক্ষিত হচ্ছে না।

ইতিমধ্যে বিশালগড় বাজার থেকে পঞ্চায়েত এবং চন্দ্রনগর পঞ্চায়েতের অধীনস্থ অধিকাংশ পানীয় জলের মেশিন গুলা নষ্ট। তাতে আমজনতাকে পানীয় জলের বিশেষ সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।

মঙ্গলবার স্থানীয় পঞ্চায়েত সদস্য ডিডব্লিউএস অফিসে উপস্থিত হন এবং ওয়াটার সাপ্লাই গুলি সারাইয়ের এর আবেদন জানান।

তিনি উল্টো তাদেরকে পরামর্শ দিয়ে দেন যে ওনারা যাতে বিশ্রামগঞ্জ অফিসে গিয়ে কথা বলেন, তাতে নাকি কাজ অতি দ্রুত হবে। উনার ব্যবহার দেখে হতবাক উপস্থিত শাসকদলের নেতাকর্মীরা। এছাড়া সহকর্মীদের সাথে দুর্ব্যবহার উনার নিত্য দিনের অভ্যাস।

এছাড়াও ঘরে বসে অবাধে ধূমপান করতে দেখা গেছে ওই ইঞ্জিনিয়ারকে।এ ধরনের করিৎকর্মা সরকারি কর্মচারীদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য জোরালো দাবি উঠেছে।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?