অনলাইন ডেস্ক, ১৭ আগস্ট।। ভারত ও বাংলাদেশের মধ্য ফের শুরু হচ্ছে বিমান চলাচল। এয়ার বাবলের আওতায় আগামী ২০ আগস্ট ভারতের সঙ্গে বিমান পথে ফের যোগাযোগ শুরু হবে বাংলাদেশের। এমনটাই জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।
প্রসঙ্গত, এত করোনা আবহে বিগত প্রায় চার মাস ধরে বন্ধ ছিল ভারত-বাংলাদেশ বিমান চলাচল। মঙ্গলবার ভারতের দেওয়া ৩১টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স ও চিকিৎসা সামগ্রী হস্তান্তর অনুষ্ঠানে এ তথ্য জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী।
পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন জানিয়েছেন, আশা করছি এয়ার বাবল চুক্তির অধীনে আগামী ২০ আগস্ট থেকে ফ্লাইট চালু হবে। বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার জন্য প্রচুর চাহিদা রয়েছে। আমরা ভারত সরকারকে অনুরোধ করার পর তারা ফ্লাইট চালু করছে।’
চলতি মাসের শুরুতে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পক্ষে ভারতের কাছে ফ্লাইট চলাচল শুরু করার প্রস্তাব দেওয়া হয়েছিল। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে সপ্তাহে চারটির মতো ফ্লাইট চলতে পারে। চিকিৎসাসহ শুধু জরুরি প্রয়োজন রয়েছে এমন ব্যক্তিরা চলাচলের সুযোগ পাবেন।
উল্লেখ্য, করোনা কারণে দীর্ঘ দিন বন্ধ থাকার পর, গত বছরের অক্টোবরে এয়ার বাবল চুক্তির অধীনে ভারতের সঙ্গে বিমান চলাচল শুরু করে বাংলাদেশ। তবে করোনার সংক্রমণ অতি দ্রুত হারে বাড়তে থাকায় চলতি বছরের ২৩ মার্চ থেকে আকাশপথে চলাচল বন্ধ করে ভারত। বাংলাদেশও ৫ জুলাই ভারতসহ ৮টি দেশের সঙ্গে বিমানপথে যোগাযোগ অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করে দেয়।