অনলাইন ডেস্ক, ১৭ আগস্ট।। বিশ সাল বাদ আফগানিস্তানে দখল নিয়েছে তালিবান। রবিবারই দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে আশরফ গনি। এদিকে তালিবান সামরিক প্রধান মোল্লা মোহাম্মদ ইয়াকুব তালিবান যোদ্ধাদের জনসাধারণের ঘরে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে। মঙ্গলবার এক অডিও বার্তায় এই নির্দেশ দেন তিনি। তালিবান সামরিক প্রধান আরও বলেন, কাবুলে অন্য কেউ কারো ঘরে প্রবেশ করতে পারবে না।
কোনও ব্যক্তির কাছ থেকে অন্য কেউ গাড়ি সহ বিভিন্ন বাহন নিতে পারবে না’। এই সমস্ত নিষেধাজ্ঞা জানিয়ে অডিও’র মাধ্যমে এক বিবৃতি দেন মোল্লা মোহাম্মদ ইয়াকুব। এর আগেই এক তালিবানি কর্মকর্তার পক্ষ থেকে জানানো হয়েছে, আফগানিস্তানের সবাইকে ক্ষমা করেছে তালিবান। নারীদেরও সরকারে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
১১ সেপ্টেম্বর নিউইয়র্কের টুইন টাওয়ারে হামলার ২০ বছর পূর্তির দিনটির মধ্যেই আফগানিস্তান থেকে সব আমেরিকান সেনা প্রত্যাহার করার জন্য গত এপ্রিল মাসে নির্দেশ দিয়েছিলেন মি. বাইডেন। পরে জুলাই সময়সীমা আরও কমিয়ে এনে ৩১ আগস্টের মধ্যে আফগানিস্তান থেকে সব মার্কিন সৈন্য প্রত্যাহারের ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট।
মার্কিনিদের সঙ্গে চুক্তি অনুসারে আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠায় সরকারের সঙ্গে তালিবানের সমঝোতায় আসার কথা থাকলে কোনও সমঝোতায় পৌঁছাতে পারেনি দুই পক্ষ। এমতবস্থায় তালিবান আফগানিস্তান নিয়ন্ত্রণে অভিযান শুরু করে। ৬ আগস্ট প্রথম প্রাদেশিক রাজধানী হিসেবে দক্ষিণাঞ্চলীয় নিমরোজ প্রদেশের রাজধানী যারানজ তালিবান। এর ১০ দিনের মাথায় কাবুল দখল করে তালিবান যোদ্ধারা।