Attack: লেনদেন নিয়ে মতভেদের জেরে বিশালগড়ে শ্রমিককে মারধর, অভিযুক্ত ব্যবসায়ী

স্টাফ রিপোর্টার, বিশালগড়, ১৭ আগস্ট।। আর্থিক লেনদেনকে নিয়ে মতভেদের জেরে বিশালগড়ে এক শ্রমিক আক্রান্ত হয়েছে। অভিযুক্ত ব্যবসায়ীর বিরুদ্ধে বিশালগড় থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। বিশালগড় বাজারে শ্রমিককে মারধর।

ঘটনার বিবরণে জানা যায়, সোমবার গভীর রাতে শ্রমিক রামু রবিদাস কাজ সেরে বাড়ি ফেরার পথে বিশালগড় এর এক ব্যবসায়ীর হাতে রক্তাক্ত হয়েছে। এমনকি শ্রমিককে প্রাণে মারার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। জানা যায় টাকা সংক্রান্তঃ বিভাগকে কেন্দ্র করে এই মারধরের ঘটনা ঘটেছে।

বিশালগড়ের এক ব্যবসায়ী কমল বলে পরিচিত সে হঠাৎ শ্রমিককে এলোপাতাড়ি আঘাত করতে থাকে বলে অভিযোগ। সঙ্গে সঙ্গে রামু রবিদাস মাটিতে লুটিয়ে পড়ে ।

এই ব্যবসায়ী অভব্য আচরণ পড়লেও তাকে কেউ কোন কিছু করতে পারেনি । জানা গেছে, শ্রমিককে এলোপাতাড়ি ভাবে মারতে মারতেে তার গায়ের শার্ট ছিড়ে ফেলে দেওয়া হয়। বিশালগড়ের ব্যবসায়ী কমলের এ ধরনের কার্যকলাপ এ তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

আক্রমণে আহত শ্রমিক রামু রবি দাসের বাড়ি বিশালগড় থানাধীন মধ্যব্রজপুর এলাকায়। শ্রমিককে পথচারীদের সামনে মারধর করলেও সবাই দাঁড়িয়ে থাকলেও কেউ কোন প্রতিবাদ করেননি বলে জানা গেছে।

পরবর্তী সময়ে আক্রান্ত শ্রমিক অভিযুক্ত ব্যবসায়ি কমল এর বিরুদ্ধে বিশালগড় থানায় লিখিত মামলা দায়ের করেছেন বলে জানান আক্রান্ত শ্রমিক। এনিয়ে বিশালগড় বাজারে অভিযুক্ত ব্যবসায়ির বিরুদ্ধে ছি ছি রব উঠছে ।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?