অনলাইন ডেস্ক, ১৬ আগস্ট।। আফগানিস্তানে যুদ্ধের সমাপ্তি ঘোষণা এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্কের ডাক দিয়েছে তালেবান।
আলজাজিরাকে দোহায় তালেবানের রাজনৈতিক কার্যালয়ের এক মুখপাত্র এ কথা জানিয়েছেন।
কাবুল জয়কে ইঙ্গিত করে মোহাম্মাদ নাঈম বলেন, ‘আজকের দিনটি আফগান জনগণ এবং মুজাহিদীনদের জন্য মহান দিন। তারা তাদের ২০ বছরের প্রচেষ্টা এবং ত্যাগের সুফল পেয়েছে।’
তিনি বলেন, ‘আল্লাহর কাছে কৃতজ্ঞ, দেশে যুদ্ধের সমাপ্তি হয়েছে।’নতুন সরকারের ধরন ও কাঠামো কেমন হবে শিগগিরই তা স্পষ্ট করা হবে বলে জানান নাঈম। তিনি বলেন, তালেবান বিচ্ছিন্ন থাকতে চায় না এবং তিনি শান্তিপূর্ণ আন্তর্জাতিক সম্পর্কের ডাক দেন।
এই তালেবান মুখপাত্র বলেন, ‘আমরা যা চেয়েছি তা অর্জন করেছি- আমাদের দেশের মুক্তি এবং নাগরিকদের স্বাধীনতা।’তিনি বলেন, ‘কাউকে লক্ষ্যবস্তু করতে আমরা আমাদের ভূমি কাউকে ব্যবহার করতে দেব না এবং আমরা কারও ক্ষতি চাই না।’
যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আন্তর্জাতিক বাহিনীর বিরুদ্ধে দীর্ঘ ২০ বছরের লড়াইয়ের পর রবিবার ফের কাবুল জয় করে তালেবান যোদ্ধারা। টুইন টাওয়ারে হামলার পর আলকায়েদা নেতা ওসামা বিন লাদেনকে হস্তান্তর না করায় ২০ বছর আগে যুক্তরাষ্ট্র এই তালেবান সরকারকে উৎখাত করেছিল।