অনলাইন ডেস্ক, ১৬ আগস্ট।। আফগানিস্তানের দখলে নিয়েছে তালেবানরা। এ অবস্থায় অনেক আফগান নাগরিক নিরাপত্তা শঙ্কায় দেশ ছেড়ে পালাচ্ছেন। দেশের এমন পরিস্থিতিতে চিন্তিত আফগানিস্তান ক্রিকেট দলের বড় তারকা রশিদ খান।
দেশ তো রয়েছেই, রশিদের বড় চিন্তা এখন পরিবার নিয়ে। কারণ এখনো আফগানিস্তান ছাড়তে পারেনি তার পরিবার।রশিদ এখন ইংল্যান্ডে দ্য হান্ড্রেড টুর্নামেন্টে খেলছেন। দলের জন্য নিজেকে উজাড়ও করে দিচ্ছেন এই স্পিনার।
রবিবার রাতে নটিংহ্যামের মাঠে ম্যানচেস্টার অরিজিনালসের বিপক্ষে ম্যাচে ৪ ওভার বল করে ১৬ রানে ৩ উইকেট নেন ট্রেন্ট রকেটসের হয়ে খেলতে নামা রশিদ। শেষ পর্যন্ত রশিদের নৈপুণ্যে ৭ উইকেটে জয় পায় ট্রেন্ট রকেটস।
ম্যাচের বিরতিতে রশিদের সাথে কথা বলেন ইংল্যান্ডের সাবেক খেলোয়াড় ও বর্তমানে ধারাভাষ্যকার কেভিন পিটারসেন। আফগানিস্তানের জন্য মন কাঁদছে বলে পিটারসেনকে জানিয়েছেন রশিদ।
পিটারসেন বলেন, ‘বাউন্ডারির কাছে দাঁড়িয়ে রশিদের সাথে অনেক কথা হয়েছে। দেশ নিয়ে অনেক চিন্তিত সে। তার মাথার মধ্যে এখন অনেক কিছু ঘুরছে। পরিবার আটকে রয়েছে আফগানিস্তানে। মাথার মধ্যে এত কিছু চলা সত্ত্বেও মাঠে দুর্দান্ত পারফরমেন্স করছেন রশিদ।’
সম্প্রতি নিজ দেশে শান্তির জন্য বিশ্ব নেতাদের কাছে আকুতি জানিয়েছিলেন রশিদ। রবিবার আরো একটি টুইট করে দেশের জন্য শান্তি প্রার্থনা করেন এই লেগ স্পিনার।