স্টাফ রিপোর্টার, বিশালগড়, ১৬ আগস্ট।। বিশালগড় গ্যাস বটেলিং প্লান্টের শ্রমিকরা কর্মসংস্থান ফিরে পাবার জন্য সোমবার অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করে।
বিশালগড় বটলিং প্লান্টের ৬০ জন শ্রমিককে আচমকা ছাঁটাই করার ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। শ্রমিকরা প্রতিবাদ বিক্ষোভে শামিল হয়েছে।
ঘটনার বিবরণে জানা যায় সোমবার বিকেল সাড়ে তিনটা নাগাদ বিশালগড় গ্যাস বটেলিং প্লান্টের অফিসের সামনে শ্রমিকরা কর্মসংস্থান ফিরে পাবার জন্য বিক্ষোভ আন্দোলনে সামিল হয়। জানা যায় দীর্ঘ চার বছর যাবৎ ৬০ জন শ্রমিক বিশালগড় গ্যাস বটলিং প্লান্টের অফিসে কাজ করে সংসার প্রতিপালন করে আসছে।
কিন্তু বিশালগড় গ্যাস বটলিং প্লান্ট অফিস বিশালগড় থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হয়। কিন্তু গ্যাস অফিসের কর্তৃপক্ষ বিশালগড়ের ৬০জন শ্রমিককে হঠাৎ কিছু না বলে কাজ বন্ধ রাখার জন্য নির্দেশ দেন।
তাই শ্রমিকরা সোমবার বিকেলে কর্মসংস্থান ফিরে পাবার জন্য গ্যাস বটলিং প্লান্টের অফিসের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে। কিন্তু সেখান থেকে কোন উত্তর না পাওয়ায় শ্রমিকরা অফিসের সামনে সমস্ত শ্রমিকদেরকে নিয়ে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে ।
শ্রমিকদের দাবি যদি তাদেরকে পুনরায় বহাল না করা হয় তাহলে তারা বৃহত্তর আন্দোলনে শামিল হবে বলে হুশিয়ারি দেয়।