স্টাফ রিপোর্টার, বিশালগড়, ১৬ আগস্ট।। সোমবার সাত সকালে বিশালগড় থানার ফুলতলীর নোয়াগাঁও এলাকায় পুকুরের জলে ডুবে মর্মান্তিক মৃত্যু হয়েছে তিন বছরের শিশুর ।
বিশালগড় থানাধীন ফুলতলী নোয়াপাড়া এলাকায় সোমবার সাতসকালে পুকুরের জলে ডুবে মৃত্যু হয়েছে এক শিশুর।
ঘটনার বিবরণে জানা যায়, বিশালগড় ফুলতলীর নোয়াপাড়া বাসিন্দা কবির হোসেনের তিন বছরের ছেলে নবীর হোসেন প্রতিদিনের ন্যায় এদিনও সকাল ৭টার দিকে ঘুম থেকে উঠে খেলাধুলার করতে থাকে ।খেলাধুলা করতে করতে আজ সকালে তার বাড়ির পাশে পুকুরের মধ্যে পড়ে যায়।
সকালের কাজকর্ম শেষ করে তার মা তাকে খাওয়ার জন্য ডাকাডাকি করেন।তার কোন আওয়াজ শুনতে না পেয়ে সবাই মিলে খুঁজতে থাকেন। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর ১০টার সময় বাড়ির পাশে পুকুরের মধ্যে গিয়ে দেখেন পুকুরের জলে ভেসে রয়েছে তার দেহ।
তাকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসা হয় হাপানিয়া হাসপাতালে। হাসপাতলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। শিশুর মৃত্যুতে পরিবারের লোকজন কান্নায় ভেঙ্গে পড়েন।
তার মরদেহ ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। বিশালগড় ফুলতলী নোয়াপাড়া এলাকার জলে ডুবে শিশুর মৃত্যু সংবাদে স্থানীয় মানুষদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
পরিবারের লোকজনদের অসতর্কতার কারণেই ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।