স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৬ আগস্ট।। সোমবার তৃণমূল কংগ্রেস রাজ্যে পালন করল খেলা দিবস। তৃণমূল কংগ্রেসের রাজ্যের বর্ষিয়ান নেতা সুবল ভৌমিকের বাড়ি থেকে ফুটবল নিয়ে তারা যান বিবেকানন্দ ময়দানে।
তৃণমূল কংগ্রেসের নেতা সুবল ভৌমিক এর বাড়ি থেকে সবাই সারিবদ্ধ ভাবে লাইন করে বিবেকানন্দ ময়দান গিয়ে তারা খেলা দিবসের আনুষ্ঠানিক সূচনা করেন।
তাদের সঙ্গে ছিলেন প্রাক্তন ফুটবলার প্রসূন ব্যানার্জি। রাজধানী আগরতলা শহরের বিবেকানন্দ ময়দানে তৃণমূল কংগ্রেস খেলা দিবসের আনুষ্ঠানিক সূচনা করে নেতৃবৃন্দ বলেন, ফুটবল খুবই জনপ্রিয় খেলা।
এই খেলার মধ্যে দিয়েই তৃণমূল কংগ্রেস রাজ্যের মানুষের মন জয় করতে চায়। তৃণমূল কংগ্রেস নেতা সুবল ভৌমিক বলেন, তারা ৬০ করতে চান। উল্লেখ্য রাজ্যের শাসক দল বিজেপির আজকের দিনটি আশীর্বাদ দিবস হিসেবে পালন করার উদ্যোগ গ্রহণ করে।
https://www.facebook.com/111204834521878/posts/135087452133616/
পশ্চিম ত্রিপুরা সাংসদ প্রতিমা ভৌমিককে কেন্দ্রীয় মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করায় আজকের দিনটি তারা আশীর্বাদ দিবস হিসেবে পালন করার উদ্যোগ গ্রহণ করে। পক্ষান্তরে তৃণমূল কংগ্রেস রাজনৈতিক চ্যালেঞ্জ হিসেবেই আজকের দিনটি খেলা দিবস হিসেবে পালন করার উদ্যোগ গ্রহণ করে।
২০২৩ বিধানসভা নির্বাচনে ত্রিপুরাতে এবার যে রাজনৈতিক খেলা জমে উঠবে ইতিমধ্যেই তার স্পষ্ট আভাস ভেসে উঠেছে।