অনলাইন ডেস্ক, ১৬ আগস্ট।। করোনাভাইরাসের কারণে স্থগিত থাকা আইপিএলের বাকি অংশ অনুষ্ঠিত হবে সেপ্টেম্বরে। অক্টোবর-নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এই আসরে খেলতে বাধা নেই অস্ট্রেলিয়ার শীর্ষ ক্রিকেটারদের। ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) বিষয়টি নিশ্চিত করেছে। সংস্থাটি এরই মধ্যে ক্রিকেটারদের আইপিএলে খেলার অনাপত্তিপত্রও দিয়েছে।
অস্ট্রেলিয়ার ঘরোয়া মৌসুম শুরু হবে সামনে। আফগানিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজের আলোচনাও চলছিল। সব মিলেই স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নারদের আইপিএলে খেলা নিয়ে ছিল শঙ্কা। যা এখন কেটে গেল।
তবে এই নিয়ে টানা দ্বিতীয়বার অস্ট্রেলিয়ার ঘরোয়া মৌসুমের শুরুর ভাগে খেলতে পারবেন না শীর্ষ ক্রিকেটারদের একটা বড় অংশ। গত বছরও আইপিএলের কারণে তারা খেলতে পারেননি। সেবার করোনার কারণে আইপিএল পিছিয়ে হয়েছিল ওই সময়টায়। এবার গত মে মাসে আইপিএল শুরু হলেও পরে স্থগিত হয়ে যায়। বাকি সেই অংশটি হতে যাচ্ছে সেপ্টেম্বর-অক্টোবরে।
এই সময়টায় আফগানিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ার একটি তিন ম্যাচের ওয়ানডে সিরিজের আলোচনা চলছিল। তবে আফগানিস্তান ক্রিকেট বোর্ড থেকে ওই সিরিজ বাতিল করার খবর নিশ্চিত হওয়ার পরই নিজেদের ক্রিকেটারদের আইপিএলের জন্য ছেড়ে দেওয়ার অনুমতি দিল ক্রিকেট অস্ট্রেলিয়া।
বিশ্বকাপের আগে ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়াকে নিয়ে একটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট অবশ্য আয়োজনের চেষ্টা চালিয়ে যাচ্ছে আফগান বোর্ড। তবে ভেন্যু খুঁজে পাচ্ছে না তারা।
করোনার কারণে আইপিএলের গত আসর সংযুক্ত আরব আমিরাতে হলেও এ বছর ৯ এপ্রিল ভারতেই শুরু করা হয় টুর্নামেন্টটি। তবে করোনার হানায় মাঝপথে তা স্থগিত হয়ে যায়। বাকি থাকা ৩৬টি ম্যাচ হবে সংযুক্ত আরব আমিরাতে। ১৯ সেপ্টেম্বর শুরু হয়ে ১৫ অক্টোবর শেষ হবে আসর। আইপিএল শেষে আরব আমিরাত ও ওমানে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ।