অনলাইন ডেস্ক, ১৬ আগস্ট।। তালেবানরা কাবুল দখলের পরও চীন ও রাশিয়া তাদের দূতাবাস বন্ধ করবে না বলে জানিয়েছে। সোমবার সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে।
কাবুলে চীনা দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়, তারা তালেবানের সঙ্গে যোগাযোগ রাখছে। তালেবান আফগানিস্তানের ক্ষমতায় বসলেও তারা সে দেশ ছাড়বে না। তালেবানের প্রতি তাদের পক্ষ থেকে সে দেশে অবস্থানরত চীনা নাগরিক, প্রতিষ্ঠান ও ব্যবসা বাণিজ্যের নিরাপত্তা নিশ্চিত করতে আহ্বান জানানো হয়েছে।
রাশিয়ার দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, দূতাবাস বন্ধ করার পরিকল্পনা তাদের নেই। গত জুলাইয়ে চীন সফর করে তালেবানের প্রতিনিধিরা। সে সময় তারা চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে সাক্ষাৎ করে।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের প্রক্রিয়া শুরু হয়েছিল। সেনা প্রত্যাহার করতে আফগান তালেবানের সঙ্গে চুক্তি সই হয় ওই সময়।
তবে জো বাইডেন ক্ষমতায় এসে সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার পুরোপুরি শেষ করার সময়সীমা নির্ধারণ করেন। এমন পরিস্থিতিতেই তালেবান যোদ্ধারা আফগানিস্তানের বিভিন্ন এলাকার নিয়ন্ত্রণ নিতে শুরু করে। রবিবার তারা কাবুলে প্রবেশ করে। পরে প্রেসিডেন্ট প্রাসাদ দখল করে নেয়। দেশটির প্রেসিডেন্ট আশরাফ গানি রোববারই দেশ ছাড়েন।