অনলাইন ডেস্ক, ১৬ আগস্ট।। করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন শ্রীলঙ্কার উইকেটরক্ষক ব্যাটার কুশল পেরেরা। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।
মঙ্গলবার ৩১ বছর পূর্ণ করতে চলা পেরেরা গত মে-তে শ্রীলঙ্কার ওয়ানডে অধিনায়ক নির্বাচিত হন। আগামী মাসে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা সিরিজের আগে তার করোনা আক্রান্ত হওয়া তাই দলের জন্য বড় ধাক্কা।
সবশেষ ভারতের বিপক্ষে সীমিত ওভারের সিরিজেও কাঁধের চোটে খেলতে পারেননি পেরেরা। করোনা আক্রান্ত হওয়ায় শ্রীলঙ্কার স্বাস্থ্য বিভাগের প্রোটোকল অনুযায়ী দুই সপ্তাহ আইসোলেশনে থাকতে হবে তাকে।
এদিকে প্রোটিয়াদের বিপক্ষে সিরিজ শুরু হবে ২ সেপ্টেম্বর। অর্থাৎ আইসোলেশন শেষে সিরিজে খেলার জন্য পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া হবে না তার।দক্ষিণ আফ্রিকা শ্রীলঙ্কা সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে। ওয়ানডে সিরিজ শেষে টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ১০ সেপ্টেম্বর।