Boris Baker: একসময় দেনার দায়ে বিপর্যস্ত হতে বসেছিল জীবন, সেই বরিস বেকারের জীবনে এখন শুধুই বসন্ত

অনলাইন ডেস্ক, ১৬ আগস্ট।। একসময় দেনার দায়ে বিপর্যস্ত হতে বসেছিল জীবন। দেউলিয়া হয়ে গিয়েছিলেন। সেই বরিস বেকারের জীবনে এখন শুধুই বসন্ত। তার সাম্প্রতিক ছবিই সেই প্রমাণ দিচ্ছে।প্রেম করছেন জার্মানির কিংবদন্তি টেনিস তারকা বরিস বেকার। বান্ধবীর নাম লিলিয়ান দি কার্ভালহো। ইদানীং দুজনকে বার বার একসঙ্গে দেখা যাচ্ছে। সম্পর্কের কথা স্বীকারও করেছেন তারা।

পেশাদার রাজনৈতিক বিশেষজ্ঞ লিলিয়ানের সঙ্গে গত বছর জুন মাস থেকে আলাপ বেকারের। প্রথম সাক্ষাতেই প্রেম। এরপর ঘন ঘন দেখা হতে থাকে তাদের।সম্প্রতি স্পেনের ইবিজায় গিয়ে বন্ধুবান্ধবদের সঙ্গে ছুটি কাটিয়ে এসেছেন বেকার। ছিলেন লিলিয়ানও। দুজনের অন্তরঙ্গ ছবি ধরা পড়েছে ক্যামেরায়।

ইবিজার সমুদ্রে দুজনকে স্নান করতে দেখা গেছে। চালিয়েছেন বাইচও। দাঁড় ছিল লিলিয়ানের হাতেই। পিছনে বসেছিলেন বেকার। বাইচ চালানোর ফাঁকেই দুজনকে একাধিক বার খুনসুটিতে মাততে দেখা যায়।

পেশায় বিশেষজ্ঞ হলেও লিলিয়ান নিজের স্টাইলের ব্যাপারে যথেষ্ট সচেতন। তিনি মূলত লন্ডনে থাকেন। তিনটি ডিগ্রি রয়েছে। আফ্রিকান স্টাডিজে মাস্টার্স করেছেন তিনি। পাঁচটি ভাষায় কথা বলতে পারেন।

জীবনে বহু বার প্রেমে পড়েছেন বেকার। দ্বিতীয় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর ২০১৯ সালে মডেল লায়লা পাওয়েলের সঙ্গে প্রেম করছিলেন। পরের বছরই তার জীবনে আসেন লিলিয়ান।

বান্ধবীকে নিয়ে এখন মূলত লন্ডনে থাকেন বেকার। সেখানে তার একটি বাড়িও রয়েছে। লিলিয়ানও লন্ডনে কর্মরত। বেকারের ছেলে আমাদিউও সঙ্গে থাকে।

জানুয়ারি মাসে ইংল্যান্ডে লকডাউন থাকার সময় এই জুটি চলে এসেছিলেন দুবাইয়ে। সেখানে বেশ কিছুদিন ছুটি কাটিয়ে ফিরে যান দেশে। মনে করা হয়, দুবাইয়ে দুজনের প্রেম আরো গাঢ় হয়েছে।

মাস খানেক আগে একাধিক বার লিলিয়ানের সঙ্গে উইম্বলডনে হাজির থাকতে দেখা গিয়েছে বেকারকে। নতুন প্রেমের জল্পনা উসকে দিয়েছেন সেখানেই।লিলিয়ানের সঙ্গে সম্পর্ক নিয়ে অবশ্য ঝামেলাতেও পড়তে হয়েছে বেকারকে। সরাসরি তার দিকে আঙুল উঠিয়েছেন সাবেক স্ত্রী লিলি।

২০১৮ সালে লিলির সঙ্গে বিচ্ছেদ হয় বেকারের। তাদের ছেলে আমাদিউ এখন বেকারের সঙ্গে থাকে। ইনস্টাগ্রামে এক পোস্টে লিলিয়ানকে হুমকি দিয়ে তার ছেলের থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছিলেন লিলি। ঝামেলা এখনও পুরোপুরি মেটেনি।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?