স্টাফ রিপোর্টার, তেলিয়ামুড়া, ১৬ আগস্ট।। সোমবার সকালে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে এক উপজাতি নাবালিকার। ঘটনা তেলিয়ামুড়া মহকুমা অন্তর্ভুক্ত মুঙ্গিয়া কামী ব্লকের অধীন বাদ্রাই পাড়া এলাকায় ।
নাবালক ও নাবালিকাদের মধ্যেও ইদানিংকালে আত্মহত্যার চেষ্টার প্রবণতা মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে। বিষয়টি খুবই উদ্বেগজনক বলে মনে করছেন অভিজ্ঞ মহল। পারিবারিক অভাব-অনটন সহ নানা কারণে এ ধরনের ঘটনা বৃদ্ধি পেয়েছে।
ঘটনার বিবরনে জানা যায়, সোমবার সকালে আচমকা পরিবারের সদস্যদের নজরে আসে নাবালিকা মেয়েটি মাটিতে গড়াগড়ি করছে এবং তার মুখদিয়ে রক্তক্ষরণ হচ্ছে। তড়িঘড়ি পরিবারের সদস্যরা নাবালিকা মেয়েটিকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসেন।
হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক মেয়েটির শারিরীক অবস্থার অবনতি ঘটতে দেখে তাকে উন্নত চিকিৎসার জন্য। জিবি হাসপাতালে প্রেরন করেন । বর্তমানে সে জিবি হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় একটি সূত্রে জানা গেছে পারিবারিক কলহের জেরে নাবালিকাটি বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।