স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৪ আগস্ট।। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হিসেবে দিল্লিতে শপথ নেওয়ার পর সোমবার প্রথম রাজ্যে আসছেন পশ্চিম ত্রিপুরার সাংসদ প্রতিমা ভৌমিক৷ ওইদিন সকাল ১০টা ১০ মিনিটে তিনি আগরতলায় এমবিবি বিমানবন্দরে এসে পৌঁছবেন৷
সেখান থেকে তাঁকে বিজেপির কার্যকর্তারা বাইক র্যালি করে কৃষ্ণনগরে দলের রাজ্য কার্যালয়ে নিয়ে আসবেন৷ এরপর টানা চারদিন তাঁকে নিয়ে হবে রাজ্যের আট জেলায় ‘আশীর্বাদ যাত্রা’৷ দেওয়া হবে নাগরিক সংবর্ধনা৷ একাধিক জায়গায় তাঁকে নিয়ে হবে রোড শো-ও৷
প্রসঙ্গত, গত ৬ জুলাই জরুরি তলব পেয়ে তিনি দিল্লি উড়ে যান৷ পরদিন (৭ জুলাই) সন্ধ্যায় তার নাম কেন্দ্রের সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী হিসেবে ঘোষণা করা হয় এবং রাষ্ট্রপতি ভবনে তিনি শপথ নেন৷
প্রতিমা ভৌমিক ত্রিপুরা থেকে তৃতীয় কেন্দ্রীয় মন্ত্রী৷ তবে এ রাজ্যের বাসিন্দা হিসেবে প্রথম৷ কারণ আগের দু’জন ড. ত্রিগুণা সেন ও সন্তোষ মোহন দেব— দু’জনেই এ রাজ্য থেকে কেন্দ্রীয় মন্ত্রী হলেও ছিলেন অন্য রাজ্যের বাসিন্দা৷
এদিকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিকের চারদিনব্যাপী ‘আশীর্বাদ যাত্রা’ নিয়ে ব্যাপক প্রস্তুতি চলছে৷ এদিকে সোমবার তৃণমূলের ‘খেলা হবে দিবস’ এ রাজ্যেও পালিত হবে৷ তাই পরিস্থিতি সামাল দিতে ব্যস্ত প্রশাসনও৷
অন্যদিকে কেন্দ্রীয় ক্যাবিনেট মন্ত্রী আসামের সর্বানন্দ সনোয়ালও শপথ নেওয়ার পর ২১ আগস্ট নিজের রাজ্যে আসছেন৷ তাঁকে নিয়েও সেখানে তিনদিনব্যাপী ‘আশীর্বাদ যাত্রা’ হবে বলে জানা গেছে৷