Pratima Bhowmik: কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হিসেবে দিল্লিতে শপথ নেওয়ার পর ১৬ আগস্ট প্রথম রাজ্যে আসছেন প্রতিমা ভৌমিক

স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৪ আগস্ট।। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হিসেবে দিল্লিতে শপথ নেওয়ার পর সোমবার প্রথম রাজ্যে আসছেন পশ্চিম ত্রিপুরার সাংসদ প্রতিমা ভৌমিক৷ ওইদিন সকাল ১০টা ১০ মিনিটে তিনি আগরতলায় এমবিবি বিমানবন্দরে এসে পৌঁছবেন৷

সেখান থেকে তাঁকে বিজেপির কার্যকর্তারা বাইক র্যালি করে কৃষ্ণনগরে দলের রাজ্য কার্যালয়ে নিয়ে আসবেন৷ এরপর টানা চারদিন তাঁকে নিয়ে হবে রাজ্যের আট জেলায় ‘আশীর্বাদ যাত্রা’৷ দেওয়া হবে নাগরিক সংবর্ধনা৷ একাধিক জায়গায় তাঁকে নিয়ে হবে রোড শো-ও৷

প্রসঙ্গত, গত ৬ জুলাই জরুরি তলব পেয়ে তিনি দিল্লি উড়ে যান৷ পরদিন (৭ জুলাই) সন্ধ্যায় তার নাম কেন্দ্রের সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী হিসেবে ঘোষণা করা হয় এবং রাষ্ট্রপতি ভবনে তিনি শপথ নেন৷

প্রতিমা ভৌমিক ত্রিপুরা থেকে তৃতীয় কেন্দ্রীয় মন্ত্রী৷ তবে এ রাজ্যের বাসিন্দা হিসেবে প্রথম৷ কারণ আগের দু’জন ড. ত্রিগুণা সেন ও সন্তোষ মোহন দেব— দু’জনেই এ রাজ্য থেকে কেন্দ্রীয় মন্ত্রী হলেও ছিলেন অন্য রাজ্যের বাসিন্দা৷

এদিকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিকের চারদিনব্যাপী ‘আশীর্বাদ যাত্রা’ নিয়ে ব্যাপক প্রস্তুতি চলছে৷ এদিকে সোমবার তৃণমূলের ‘খেলা হবে দিবস’ এ রাজ্যেও পালিত হবে৷ তাই পরিস্থিতি সামাল দিতে ব্যস্ত প্রশাসনও৷

অন্যদিকে কেন্দ্রীয় ক্যাবিনেট মন্ত্রী আসামের সর্বানন্দ সনোয়ালও শপথ নেওয়ার পর ২১ আগস্ট নিজের রাজ্যে আসছেন৷ তাঁকে নিয়েও সেখানে তিনদিনব্যাপী ‘আশীর্বাদ যাত্রা’ হবে বলে জানা গেছে৷

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?