স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৪ আগস্ট।। স্বাধীনতা দিবস উপলক্ষ্যে রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন রাজ্যের এক হোম গার্ড৷ পদকপ্রাপ্ত হোম গার্ডের নাম ইন্দ্রজয় ত্রিপুরা৷ তার বাড়ি গন্ডাছড়া ভগীরথপাড়া৷
শনিবার রাজ্য পুলিশের তরফে হোমগার্ড ইন্দ্রজয় ত্রিপুরার রাষ্ট্রপতি পদক পাওয়ার বিষয়টি প্রেস বিবৃতিতে জানানো হয়েছে৷
এছাড়াও এবছর প্রথম সারারাত তদন্তকারী আধিকারিক হিসেবে ইউনিয়ন হোম মিনিস্টার মেডেল পেয়েছেন রাজ্যের মহিলা সাব-ইনস্পেক্টর রিতা দেবনাথ৷
শনিবার হোমগার্ড ইন্দ্রজয় ত্রিপুরার রাষ্ট্রপতি পদক পাওয়ার বিষয়টি ছবি সহ নিজের ফেসবুক পেইজে দিয়ে তাকে শুভেচ্ছা জানিয়েছেন সাংসদ রেবতী ত্রিপুরা৷
যদিও সাংসদের ফেসবুক পেইজে পদকপ্রাপ্ত মহিলা সাব-ইনস্পেক্টর রিতা দেবনাথকে নিয়ে কিছু লেখা হয়নি বলে বিভিন্ন মহল থেকে টিপ্পনী শুরু হয়েছে৷