Blood Donation: বিবেকানন্দ বিচার মঞ্চের উদ্যোগে শিক্ষা ভবনে রক্তদান শিবির ঘুরে দেখেন শিক্ষামন্ত্রী

স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৪ আগস্ট।। বিবেকানন্দ বিচার মঞ্চের উদ্যোগে শনিবার শিক্ষা ভবনে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়৷ শিবিরের উদ্বোধন করে এই ধরনের উদ্যোগের প্রশংসা করেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ৷

সংক্ষিপ্ত বক্তব্য রাখতে গিয়ে শিক্ষামন্ত্রী বিবেকানন্দের ভাবধারা সারা রাজ্যে ছড়িয়ে দেওয়ার উপর গুরুত্ব দেন৷ শুধু আগরতলা কেন্দ্রিক অনুষ্ঠান না করে সারা রাজ্যে এ ধরনের অনুষ্ঠান ছড়িয়ে দিতে তিনি পরামর্শ দেন৷

শিক্ষামন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন, রাজ্যে মানুষের চিন্তা চেতনার পরিবর্তন হয়েছে৷ মানুষের সহযোগিতার ফলে সবকা সাথ, সবকা বিকাশ সম্ভব হচ্ছে৷

মানুষ এগিয়ে আসলে সার্বিক উন্নয়ন হবে বলে তিনি আশা প্রকাশ করেন৷ রক্তদান শিবিরে রাজ্য চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সন্তোষ সাহা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন৷ শিবিরে মোট ৩৩ জন রক্তদান করেন৷

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?