স্টাফ রিপোর্টার, জিরানীয়া, ১৪ আগস্ট।। বিধায়ক সুশান্ত চৌধুরীর হাত ধরে শাসক দলে ফিরছেন মজলিশপুর বিধানসভা এলাকার কিছু নাগরিক৷
শনিবার রানিরবাজার কৃষ্ণটালি এলাকায় সিপিআইএম এবং কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন ২৫ পরিবারের ৮১ জন ভোটার৷
নবাগতদের হাতে বিজেপি’র পতাকা দিয়ে নিজেদের মধ্যে বরণ করে নেন বিধায়ক সুশান্ত চৌধুরী৷ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মণ্ডল সভাপতি গৌরাঙ্গ ভৌমিক, পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান প্রীতম দেবনাথ, প্রবীর দাস, পার্থসারথি সাহা, টুটন দেবনাথ সহ অন্যান্যরা৷
এদিন কৃষ্ণটালি এলাকায় বিজেপির একটি দলীয় কার্যালয়ের উদ্বোধন হয়েছে বলে দলের তরফে জানানো হয়েছে৷