Road Blocked: পাশ করানোর দাবীতে তেলিয়ামুড়ায় ফের পথ অবরোধ আন্দোলন ছাত্রছাত্রীদের

স্টাফ রিপোর্টার, তেলিয়ামুড়া, ১৩ আগস্ট।।
দীর্ঘ সাত ঘন্টা অতিক্রান্ত হওয়ার পরও পথ অবরোধ মুক্ত করেনি অনুত্তীর্ণ ছাত্রছাত্রীরা৷ রাজ্যের শিক্ষামন্ত্রী ছাত্র-ছাত্রীদের সাথে আগামীকাল একটায় কথা বলার সুযোগ দিলেও পাস করার  নিশ্চিন্ত না করায় পথ অবরোধ অব্যাহত রেখেছে ছাত্রছাত্রীরা৷ মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা লক্ষ্যে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের চলছে এখন যুদ্ধকালীন তৎপরতায় কাজ৷

আগামী সপ্তাহেই সরকারি ঘোষণা মোতাবেক প্রকাশ করা হবে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার রিভিউ ফলাফল৷ ইতিমধ্যেই এমনটাই ঘোষণা দিয়েছে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি।

কিন্তু মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকে অকৃতকার্য ছাত্র-ছাত্রীরা পর্ষদ সভাপতি ঘোষণা কিছুতেই মানতে নারাজ৷ আর সেই কারণেই চতুর্থবারের মতো ফের তেলিয়ামুড়া শহরে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের অকৃতকার্য ছাত্র-ছাত্রীরা শুক্রবার তেলিয়ামুড়া হাটবারের দিনে আসাম আগরতলা জাতীয় সড়কে বাঁশ ফেলে জাতীয় সড়ক অবরোধ করে বসে৷

আর এতে অপ্রত্যক্ষভাবে ইন্ধন যোগায় এনএসইউআই।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক সোনা চরণ জমাতিয়া সহ তেলিয়ামুড়া থানার পুলিশ৷ সেইসাথে ঘটনাস্থলে ছুটে আসে তেলিয়ামুড়া বিদ্যালয় পরিদর্শক বিশ্বজিৎ দেববর্মা৷

আধিকারিকরা এসে অকৃতকার্য ছাত্র-ছাত্রীদের সাথে কথা বলে কিন্তু ছাত্র-ছাত্রীরা তাদের দাবিতে অনড়৷ তাদের  দাবি তাদের পাশ করিয়ে দিতে হবে৷ তবে শুক্রবার তেলিয়ামুড়া পথ অবরোধে ছাত্র-ছাত্রীরা পুলিশ প্রশাসনের কাছে একটি  চ্যালেঞ্জ ছুড়ে দেয়৷

পুলিশ যদি তাদের বিগত দিনের মতো গ্রেপ্তার করতে আসে কিংবা গ্রেপ্তার করে তবে ছাত্র-ছাত্রীরা আত্মহত্যা করবে৷ এই কথা শুনে পুলিশ থানামুখী হয়ে পড়ে৷ অন্যদিকে এই পথ অবরোধের ফলে বহু যান চালক থেকে শুরু করে যাত্রী সাধারণকে চরম দুর্র্ভেগ পোহাতে হয় দিনভর৷

তবে ছাত্র-ছাত্রীদের এই পথ অবরোধ ভালো চোখে দেখছে না ছোট-বড় যান চালক থেকে শুরু করে পথ চলতি সাধারণ মানুষ সহ শুভবুদ্ধি সম্পন্ন সচেতন মহল৷ ছাত্র-ছাত্রীদের এই পথ অবরোধকে কেন্দ্র করে সর্বত্রই নিন্দার ঝড়৷ তবে এই পথ অবরোধের ফলে সাধারণ মানুষজন দের দুর্ভোগ পোহাতে হচ্ছে৷

যদিও ছাত্র-ছাত্রীরা অ্যাম্বুলেন্স এবং জরুরী পরিষেবা সঙ্গে যুক্ত যানবাহন গুলিকে ছেড়ে দিচ্ছে৷ শেষ খবর লেখা পর্যন্ত, তেলিয়ামুড়া শহরের প্রাণকেন্দ্র বলে পরিচিত অম্পি চৌমুহনী এলাকায় পথ অবরোধ মুক্ত হয়নি৷ ছাত্র-ছাত্রীদের এই পথ অবরোধ কে ঘিরে সর্বত্রই ঝড়৷

তবে অ-প্রত্যক্ষ ভাবে  এনএসইউআই যে এই পথ অবরোধের নাটককে ইন্ধন যোগাচ্ছে তা আর বলার অপেক্ষা রাখে না৷ এদিকে এই পথ অবরোধের কারণে তেলিয়ামুড়ার বিধায়ক তথা রাজ্যের মুখ্যসচিব কল্যাণী রায়  পথ অবরোধে আটকা পড়ে যায়৷

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?