স্টাফ রিপোর্টার, নয়াদিল্লি, ১৪ আগস্ট।। দেশ স্বাধীনতার ৭৫ তম বর্ষে পা রাখতে চলেছে। এবছর করোনা আবহে স্বাধীনতা দিবসের পরিবেশ অনেকটা আলাদা। স্বাধীনতা দিবসের প্রাক্কালে দেশ, ও জাতির উদ্দেশে ট্যুইট করে দেশভাগের যন্ত্রণা স্মৃতি স্মরণ করালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
আজীবন দেশবাসীকে ১৪ আগস্ট দিনটিকে স্মরণ করার কথা বললেন প্রধানমন্ত্রী। ট্যুইটে প্রধানমন্ত্রী বলেন, এই দিনটিকে ‘দেশভাগের ভয়াবহতা হিসেবে স্মরণ দিবস’ হিসেবে পালন করা হবে। ট্যুইটে প্রধানমন্ত্রী লেখেন, ‘দেশভাগের এই কষ্ট ভোলার নয়।
দেশভাগে বাস্তুচ্যুত, প্রাণ হারানো আমাদের লক্ষ লক্ষ ভাই-বোনেদের সংগ্রাম আত্মত্যাগের স্মরণে ১৪ আগস্টকে ‘ ‘দেশভাগের স্মৃতি দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী এদিন আরও বলেন, এই দিনটি আমাদের বৈষম্য, শক্রতা ও দুর্ভাবনার বিষ দূর করবে না, এই দিনটি ঐক্য, সামাজিক সম্প্রীতি ও মানবিক সংবেদনগুলিকে আরও শক্তিশালী ও দৃঢ় করে তুলবে’।
১৫ আগস্ট ভারত স্বাধীন হয়। আর ১৪ আগস্ট ভারত-পাকিস্তান দুভাগে বিভক্ত হয়। পাকিস্তান থেকে ভারতে নিজের ভিটে মাটি ছেড়ে যারা এসেছিলেন তাদের কাছে এই দিনটি ছিল স্বজন হারানোর মতোই বেদনাদায়ক।
দেশভাগে অসংখ্য মানুষ প্রাণ হারায়। দেশভাগের এই দুঃখজনক ঘটনার হাত থেকে রেহাই পায়নি নারী, শিশু ও বৃদ্ধারা। মহিলাদের ওপরেও চলেছিল অমানুষনিক অত্যাচার।