অনলাইন ডেস্ক, ১৪ আগস্ট।। আফগানিস্তানে তালিবানদের দ্রুত অগ্রযাত্রার মুখে কর্মী ও নাগরিকদের সরিয়ে নিতে অনেক দেশ হিমশিম যাচ্ছে। পাশাপাশি বিদেশি কূটনীতিকদের কাবুল ছাড়ার হিড়িক পড়েছে।
ইতিমধ্যে নিজেদের কূটনীতিক, আফগান দোভাষীদের আফগানিস্তান ত্যাগ নির্বিঘ্ন করতে মার্কিন সেনাদের প্রথম দল কাবুলে পৌঁছেছে।
বিবিসি জানায়, শুক্রবার তালেবান যোদ্ধার লোগার প্রদেশের রাজধানী পুল-ই-আলম দখল করে নিয়েছে, যা রাজধানী থেকে মাত্র ৮০ কিলোমিটার দূরে।
জাতিসংঘ প্রধান বলছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, যা বেসামরিক নাগরিকদের জন্য ধ্বংসাত্মক পরিণতি ডেকে আনছে।
পরিস্থিতির চাপে ইতিমধ্যে আড়াই লাখের বেশি মানুষ বাড়ি-ঘর ছাড়তে বাধ্য হয়েছে।
মে মাস থেকে ২০ বছরের যুদ্ধক্ষেত্র আফগানিস্তান ছাড়তে শুরু করে মার্কিন বাহিনী। এরপর থেকে তালেবানদের অগ্রযাত্রা অব্যাহত রয়েছে। ইতিমধ্যে দেশটির ৩৪টি প্রাদেশিক রাজধানীর ১৮টি দখল করে নিয়েছে, তাও মাত্র এক সপ্তাহের মাঝে।
শুক্রবার আফগানিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর কান্দাহার, পার্শ্ববর্তী লস্কর শাহ ও পশ্চিমের হেরাত দখল করে নেয় তালেবানরা।
পেন্টাগনের মুখপাত্র জন কিরবি তালেবানদের এগিয়ে আসাকে ‘গভীর উদ্বেগের’ বলে উল্লেখ করেন। তবে শিগগিরই কাবুলের পতন হবে এমন আশঙ্কা নাকচ করেছেন।
এ দিকে চলতি সপ্তাহের শেষ নাগাদ দূতাবাসের কর্মী ও আফগান দোভাষীদের ফেরাতে মোট ৩০০০ হাজার মার্কিন সেনা আসছে।