Inspired: ছাত্রছাত্রীদের কবি সুকান্তের প্রতিবাদী চেতনার আদর্শে অনুপ্রাণিত হতে আহ্বান শিক্ষামন্ত্রীর

স্টাফ রিপোর্টার, বিশালগড়, ১৪ আগস্ট।। কবি সুকান্ত ছিলেন নিপড়ীত, বঞ্চিত, শোষিত মানুষের কবি। তিনি শুধু কবিই ছিলেন না। একজন সমাজ সেবকও ছিলেন। কবি সুকান্তের দৃষ্টিভঙ্গিকে সামনে রেখে রাজ্য সরকার সবকা সাথ সাবকা বিকাশ-এর নীতি নিয়ে কর্মসূচি রূপায়ন করছে।

বর্তমান রাজ্য সরকার শিক্ষার বিকাশে বিশেষ গুরুত্ব দিয়েছে। আজ বিশালগড় মহকুমায় শিক্ষাদপ্তরের উদ্যোগে নবীনচন্দ্রনগরে আম্বেদকর আদর্শ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত রাজ্যভিত্তিক সুকান্ত জন্মজয়ন্তী অনুষ্ঠানের উদ্বোধন করে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ একথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, প্রত্যেকের উন্নয়ন বা বিকাশ না হলে এক ত্রিপুরা বা শ্রেষ্ঠ ত্রিপুরা বা শ্রেষ্ঠ ভারত গড়া সম্ভব নয়। তিনি বলেন, স্বামী বিবেকানন্দ বলেছেন গুণগত শিক্ষাই হল প্রকৃত শিক্ষা। তাই রাজ্য সরকার গুণগত শিক্ষার প্রসারে জোর দিয়েছে।

এই লক্ষ্যে রাজ্য সরকার গুণগত শিক্ষার প্রসারে ২৮টি কর্মসূচি গ্রহণ করেছে এবং রূপায়ন করছে। শিক্ষামন্ত্রী বলেন, কবি সুকান্ত তার কলমের মধ্য দিয়ে বৃটিশ শাসকের অত্যাচার শোষণের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন।

ছাত্রছাত্রীদের কবি সুকান্তের প্রতিবাদী চেতনার আদর্শে অনুপ্রাণিত হতে শিক্ষামন্ত্রী আহ্বান জানান। অনুষ্ঠানের সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিপাহীজলা জিলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত।

তিনি বলেন, কবি সুকান্ত তার লেখনির মধ্য দিয়ে বৃটিশ শাসকের অন্যায়ের প্রতিবাদ করে গেছেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক নারায়ন চৌধুরী, ত্রিপুরা খাদি বোর্ডের চেয়ারম্যান রাজীব ভট্টাচার্য, উচ্চ শিক্ষা দপ্তরের অধিকর্তা নৃপেন্দ্র চন্দ্র শর্মা।

স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধিকর্তা চাদনি চন্দ্রন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নেহালচন্দ্র নগর গ্রামপঞ্চায়েত প্রধান রবীন্দ্র চন্দ্র দত্ত। অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?