Independent Day: ৭৫ তম স্বাধীনতা দিবস উদযাপনে রাজ্য সরকারের নানাবিধ কর্মসূচি

স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৩ আগস্ট।। রাজ্যে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যদিয়ে আগামী ১৫ আগস্ট ভারতের ৭৫তম স্বাধীনতা দিবস ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে পালন করা হবে।

স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আগরতলায় আসাম রাইফেল ময়দানে। সকাল ৯ টা ১০ মিনিটে আসাম রাইফেল ময়দানে জাতীয় পতাকা উত্তোলন করবেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তিনি আরক্ষা বাহিনীর সেলামি প্যারেড পরিদর্শন করবেন এবং রাজ্যবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখবেন।

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী সমর শিক্ষার্থী বাহিনীর কেডেট এবং আধিকারিকদের পদক প্রদান করবেন। সকাল সাড়ে ১০ টায় আসাম রাইফেল ময়দানে তথ্য ও সংস্কৃতি দপ্তরের ব্যাবস্থাপনায় ভার্চুয়াল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সমগ্র অনুষ্ঠানটি কোভিড আচারনবিধি মেনে পালন করা হবে।

স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের অঙ্গ হিসেবে ১৫ আগস্ট সকাল ৭ টায় সচিবালয় প্রাঙ্গনে জাতীয় পতাকা উত্তোলন করবেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ। সকাল ৭ টায় প্রত্যেক সরকারি প্রতিষ্ঠানের প্রধানগণ ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ জাতীয় পতাকা উত্তোলন করবেন।

সকাল ৮টায় সার্কিট হাউস সংলগ্ন মহাত্মা গান্ধীর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানাবেন রাজ্যপাল সত্যদেও নারাইন আর্য। সকাল ৮ টা ১৫ মিনিটে গান্ধীঘাটস্থিত গান্ধীবেদিতে মাল্যদান করে শ্রদ্ধাজ্ঞাপন করবেন রাজ্যপাল সত্যদেও নারাইন আর্য।

সকাল ৮টা ৩৫ মিনিটে লিচু বাগানস্থিত এলবার্ট এক্কা পার্কে রাজ্যপাল শহিদ মিনারে শ্রদ্ধার্ঘ নিবেদন করবেন। বিকাল ৫ টায় নতুন রাজভবনে ঘরোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?