অনলাইন ডেস্ক, ১৪ আগস্ট।। যখন করোনা বিধিনিষেধ কিছুটা শিথিল করার পথে হাঁটছে মহারাষ্ট্র সরকার ঠিক তখনই রাজ্যে নতুন করে মাথাচাড়া দিয়ে উঠছে ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট। করোনা তৃতীয় ঢেউয়ের আশঙ্কার মধ্যেই এই নতুন করে ভয় ধরাচ্ছে মানুষের মনে।
মহারাষ্ট্রে ইতিমধ্যেই তিনজন মৃতের শরীরে মিলেছে করোনা ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট-এর জীবাণু। একজন মুম্বইয়ের বাসিন্দা। প্রসঙ্গত, গত ২৭ জুলাই মৃত এক বৃদ্ধার শরীরে ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট মিলেছে।
পাশাপাশি রায়গড় ও রত্নগিরিতে এই ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট মেলে দুজনের শরীরে। দুজনেরই মৃত্যু হয়েছে। তবে এদের প্রত্যকের কো- মর্বিডিটি ছিল বলে জানা গেছে। এছাড়া মুম্বই সহ মহারাষ্ট্রে আরও ১৩ জনের শরীরে ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট পাওয়া গিয়েছে।
স্বাস্থ্য দফতরের রিপোর্ট অনুযায়ী, ৩ জন পুনেতে, ২ জন নন্দেদ, গোন্দিয়া, রায়গড় ও পালঘড়ে। এবং চন্দ্রপুর ও আকোলায় ১ জন করে। সাতজন শিশু ও আটজন বয়স্কের শরীরে মিলেছে এই ভাইরাস। বুধবার দেশের বুলেটিন অনুযায়ী, দেশে এই মুহূর্তে মোট ডেল্টা প্লাস রোগীর সংখ্যা ৮৬।
প্রথম ঢেউয়ের সময়ে সংক্রমণের তালিকায় শীর্ষে ছিল মহারাষ্ট্র। ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট-এ শীর্ষ তালিকায় রয়েছে সেই মহারাষ্ট্র। যা চিন্তা বাড়িয়েছে প্রশাসনের। এর পর রয়েছে মধ্যপ্রদেশ।