অনলাইন ডেস্ক, ১৪ আগস্ট।। সদ্য শেষ হয়ে যাওয়া অলিম্পিকে জ্যাভলিনে সবাইকে পিছনে ফেলে ভারতকে প্রথমবার অ্যাথলেটিক্সে সোনার পদক এনে দিলেন নীরজ চোপড়া। ভারতের অলিম্পিকে সোনার পদক জয়ী তালিকায় অভিনব বিন্দ্রার পর দ্বিতীয় স্থানে থাকছেন নীরজ। স্বাভাবিকভাবে দেশে ফিরে আসার পর তাঁকে সংবধর্না দেওয়ার পাশাপাশি একাধিক পুরস্কার প্রদান করা হয়েছে।
এর জন্য গত এক সপ্তাহ তাঁকে বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত থাকতে হয়েছে। আর সেই অনুষ্ঠান গুলিতে যোগ দেওয়ার পর এখন তিনি জ্বরে পড়েছেন। এদিন হরিয়ানা সরকারের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল নীরজের। কিন্তু গত দু’দিন ধরে জ্বর থাকায় তিনি ওই অনুষ্ঠানে যোগ দিতে পারেননি। এর মাঝে রবিবার স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রীর ডাকে লাল কেল্লার অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে সোনার পদক জয়ী নীরজের।
বর্তমান পরিস্থিতির নীরিখে ওই অনুষ্ঠানে নীরজের পাওয়ার সম্ভাবনা নেই বললে চলে। জানা গিয়েছে, করোনা পরীক্ষা করা হয়েছে নীরজের। তবে সেই পরীক্ষার ফলাফল এখনও আসেনি। অনেকের সন্দেহ, তিনি করোনায় আক্রান্ত হয়েছেন। যদিও চূড়ান্ত রিপোর্ট না আসা পর্যন্ত কিছু বলা যাচ্ছে না।