স্টাফ রিপোর্টার, বিশালগড়, ১৩ আগস্ট।। এক দিনে একই গ্রাম থেকে তিনটি বাল্যবিবাহ বন্ধ করল সিপাহীজলা চাইল্ড লাইন ও বিশালগড় মহিলা থানার পুলিশ৷
ঘটনা বিশালগড় থানাধীন ধবজনগর এলাকায়৷ জানা যায় চাইল্ড লাইন এবং বিশালগড় মহিলা থানার পুলিশের কাছে গুপন সূত্রে খবর ছিল ধবজনগর এলাকায় তিনটি নাবালিকার বিয়ে ঠিক হয়েছে৷ দুটো বিয়ে একদিনে হওয়ার কথা এবং অপরটা পরের দিন৷
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় সিপাহীজলা চাইল্ড লাইন ও বিশালগড় মহিলা থানার পুলিশ৷ চাইল্ড লাইনের কর্মীরা জানায় প্রথম খবরটি ছিল এলাকার বাসিন্দা জয়নাল হোসেন তার ১৫ বছরের নাবালিকা কন্যার বিয়ে ঠিক করেছে৷ পরের দিন বিয়ে৷
রীতিমতো বিয়ের বাজার করাও সম্পন্ন হয়ে গেছে৷ ঠিক সেই সময় চাইল্ড লাইন গিয়ে তাদের বাড়িতে হানা দেয় এবং বিয়ে না দেওয়ার জন্য সমস্ত ব্যবস্থা করে৷ দ্বিতীয় ঘটনাটি একই এলাকার বাসিন্দা শাহপরান মিয়ার বাড়িতে৷
অভিযোগ শাহপরান মিয়ার বাড়িতে তার নাবালিকা কন্যার এদিনই বিয়ে হওয়ার কথা ছিল৷ বিয়ে বাড়ির ব্যান্ডেল থেকে শুরু করে সমস্ত কাজ শেষ৷ মেয়ে পার্লারে সাজতে গিয়েছে৷ ঠিক এই সময় চাইল্ড লাইন হানা দেয় ওই বাড়িতে৷ ভেঙে দেয় বিয়ে৷ তৃতীয় ঘটনাটি একটু ভিন্ন৷
এলাকার সুকুমার দেবনাথের ছেলে রাকেশ দেবনাথ বিশালগড় জাঙ্গালিয়া এলাকা থেকে এক নাবালিকাকে তুলে বাড়িতে নিয়ে আসে বিয়ে করার জন্য৷ এদিনই তাদের বিয়ের কথা ছিল৷
ডিজে সাউন্ড বক্স থেকে শুরু করে রান্নার কাজ সবই মোটামুটি হয়ে গেছে৷ বাড়ির রমণীরা বিয়ের জল তুলতে গেছে পুকুর ঘাটে৷ ঠিক এই সময় তাদের বাড়িতে হানা দেয় বিশালগড় মহিলা থানার পুলিশ এবং চাইল্ড লাইন৷
তুলে নিয়ে আসা হয় নাবালিকা কন্যাকে৷ একই গ্রামে একই দিনে তিন তিনটি বাল্যবিবাহের ঘটনায় রীতিমতো প্রশ্ণ উঠছে এলাকার জনসচেতনতা নিয়ে৷ একবিংশ শতাব্দীতে এইরকম গণহারে বাল্যবিবাহের ঘটনা সংঘটিত হওয়ায় প্রধানমন্ত্রীর ডাক দেওয়া ’বেটি বাঁচাও বেটি পড়াও’ স্লোগান রীতিমতো প্রশ্ণ চিহ্ণের মুখে৷