স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৩ আগস্ট।। দিল্লি থেকে শুক্রবারের সকালের বিমানে রাজ্যে ফিরলেন বিজেপির প্রদেশ সভাপতি ডাক্তার মানিক সাহা৷ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের জরুরী তলব পেয়ে বিজেপি প্রদেশ সভাপতি মানিক সাহা দিল্লি গিয়েছিলেন৷
দিল্লিতে সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অন্যান্য নেতাদের সঙ্গে দেখা করেন ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি ডাক্তার মানিক সাহা৷ রাজ্যের সাংগঠনিক বিভিন্ন বিষয় এবং মন্ত্রিসভা রদবদল নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বিজেপির প্রদেশ সভাপতির বিস্তারিত আলোচনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে৷
দিল্লি থেকে ফিরে আগরতলা বিমানবন্দরে অবতরণ করলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপির প্রদেশ সভাপতি ডাক্তার মানিক সাহা বলেন, সাংগঠনিক বিষয় নিয়ে কেন্দ্রীয় নেতৃত্তের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে৷ রাজ্যে এই মুহুর্তেই সাংগঠনিক কোন পরিবর্তন হচ্ছে না বলে জানিয়েছেন ডাক্তার মানিক সাহা৷
https://www.facebook.com/BJP4Tripura/videos/365679591631190/
রাজ্যের মুখ্যমন্ত্রী বদল নিয়ে নানা জল্পনা-কল্পনা সম্পর্কে জানতে চাওয়া হলে বিজেপির প্রদেশ সভাপতি ডাক্তার মানিক সাহা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন রাজ্যে মুখ্যমন্ত্রী বদল হচ্ছে না৷ বিপ্লব কুমার দেব রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন৷
এক ঝাঁক তৃণমূল কংগ্রেসের সংসদের উপস্থিতি সম্পর্কে প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে বিজিবি প্রদেশ সভাপতি ডাক্তার মানিক সাহা বলেন, তারা রাজ্যে আসতেই পারেন৷ তাতে বিজেপির কোনো অসুবিধে নেই৷
https://www.facebook.com/BJP4Tripura/videos/630458704541365/
সাংসদরা রাজ্যে এসে রাজনীতি করতেই পারেন বলেও তিনি উল্লেখ করেন৷ উল্লেখ্য ,বিজেপি যেদিন রাজ্যে আশীর্বাদ যাত্রা সংঘটিত করবে সেদিন তৃণমূল কংগ্রেস রাজ্যে খেলা দিবস পালন করবে৷
খেলা দিবস পালনের প্রস্তুতি নিতেই তৃণমূল কংগ্রেসের সাংসদদের রাজ্যে অবস্থান বলে দলীয় নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে৷ বিজেপি সভা সাংবাদিক সম্মেলনেও একই কথা জানালেন।