Afghanistan: আফগানিস্তান ব্যর্থ রাষ্ট্রে পরিণত হওয়ার ঝুঁকিতে রয়েছে, বললেন ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

অনলাইন ডেস্ক, ১৪ আগস্ট।। ব্রিটেনের প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস শুক্রবার হুঁশিয়ার করে বলেন, আফগানিস্তান ব্যর্থ রাষ্ট্রে পরিণত হওয়ার ঝুঁকিতে রয়েছে এবং দেশটিতে আল কায়দার পুনরুত্থান হতে পারে।

ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজকে তিনি বলেন, “আমি অত্যন্ত বিচলিত যে ব্যর্থ রাষ্ট্রগুলো এ ধরনের লোকজনদের জন্য চারণ ক্ষেত্রে পরিণত হতে পারে। ”

এর কয়েক ঘণ্টা আগে ওয়ালেস ঘোষণা করেন , তালেবান ও সরকারি বাহিনীর লড়াইয়ের ঝুঁকিতে থাকা ৪০০০ ব্রিটিশ নাগরিক এবং প্রায় ২০০০ সহায়তাকারী আফগান নাগরিকদের উদ্ধারের জন্য কাবুলে সেনা পাঠাবে যুক্তরাজ্য।

ইতিমধ্যে ৬০০ সেনা পাঠানোর ঘোষণা দিয়েছে দেশটি। তারা কাবুলে দূতাবাসে কর্মী সংখ্যা ন্যূনতম পর্যায়ে নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে।

দূতাবাসে থাকা কর্মীরা উদ্ধারের জন্য নির্ধারিত আফগান জনগণের ব্রিটিশ ভিসা’র আবেদনপত্র বাছাই করবেন।

বৃহস্পতিবার কর্মকর্তারা আরও ঘোষণা করেন যে, ব্রিটিশ দূতাবাসকে কথিত গ্রিন জোন থেকে রাজধানীর উপকণ্ঠে সরিয়ে নেওয়া হবে।

নিরাপত্তা প্রধানেরা মনে করছেন, সেটি হতে পারে আরও নিরাপদ গোপন একটি স্থান। এ দিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, আফগানে আল কায়দা ফিরে আসলে তাদেরও ফিরতে হতে পারে।

মে মাস থেকে ২০ বছরের যুদ্ধক্ষেত্র আফগানিস্তান ছাড়তে শুরু করে মার্কিন ও ন্যাটো বাহিনী। এরপর থেকে তালেবানদের অগ্রযাত্রা অব্যাহত রয়েছে। ইতিমধ্যে দেশটির ৩৪টি প্রাদেশিক রাজধানীর ১৮টি দখল করে নিয়েছে, তাও মাত্র এক সপ্তাহের মাঝে।

শুক্রবার আফগানিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর কান্দাহার, পার্শ্ববর্তী লস্কর শাহ ও পশ্চিমের হেরাত দখল করে নেয় তালেবানরা। সর্বশেষ দখলকৃত পুল-ই-আলম শহর কাবুল থেকে মাত্র ৮০ কিলোমিটার দূরত্বে অবস্থিত।

 

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?