অনলাইন ডেস্ক, ১৩ আগস্ট।। মার্কিন যুক্তরাষ্ট্রে চলল গুলি। নিহত ৬। ঘটনাস্থল ডেভেনের বন্দরনগরী প্লিমাউথ। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় তিনজন নারী, দুজন পুরুষ ও সন্দেহভাজন এক বন্দুকধারী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ছয়টার দিকে পুলিশকে বিষয়টি জানানো হয়। নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি শোক জ্ঞাপন করে ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল এক ট্যুইট বার্তায় লিখেছেন, ‘আমি সেখানকার চিফ কনস্টেবলের সঙ্গে কথা বলেছি। তাঁকে পূর্ণ সহযোগিতা করতে চেয়েছি। স্থানীয় বাসিন্দাদের শান্ত থাকার এবং পুলিশের পরামর্শ মেনে চলার আহ্বান জানাচ্ছি।’
আইনপ্রণেতা লুক পোলার্ড জানিয়েছেন, যাঁরা মারা গেছেন, তাঁদের মধ্যে একজনের বয়স ১০ বছরের নিচে। যারা জখম হয়েছেন তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটিকে ‘ভয়ংকর অবর্ণনীয়’ হিসেবে আখ্যা দিয়েছেন তিনি। ডেভন ও কর্নওয়াল পুলিশের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ঘটনাস্থলেই দুজন নারী ও তিনজন পুরুষ মারা যান। পরে হাসপাতালে নেওয়ার পর এক নারী মারা যান। এলাকা ঘিরে রেখেছে পুলিশ। ঘটনাস্থলের ফুটেজ সংগ্রহ করা হয়েছে।