অনলাইন ডেস্ক, ১৩ আগস্ট।। লর্ডস টেস্টের প্রথম দিনটা ভারতের জন্য দারুণ কাটল। ট্রেন্ট ব্রিজে হওয়া প্রথম টেস্টের মতোই ভারতের শুরুটা ভালো করেছিলেন রোহিত শর্মা এবং লোকেশ রাহুল। ওপেনিং জুটিতে তারা অনন্য নজিরও গড়েছেন। ভেঙে দিয়েছেন ৬৯ বছরের পুরোনো একটি রেকর্ড।
১৯৫২ সালের পর লর্ডসে এই প্রথম কোনো ভারতীয় ওপেনিং জুটি ১০০ রান তুলল। শেষ বার এই কৃতিত্ব ছিল পঙ্কজ রায় এবং বিনু মানকড়ের। সে বার তারা প্রথম উইকেটে ১০৬ রান তুলেছিলেন। বৃহস্পতিবার ৩৬তম ওভারে সেই রান পেরিয়ে যান রোহিত-রাহুল জুটি।
শুধু তাই নয়, লর্ডসে টসে হেরে প্রথমে ব্যাট করতে নামা দলের সর্বোচ্চ ওপেনিং জুটির রানও ভেঙে দিয়েছেন তারা। ২০০৮ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টসে হেরে ব্যাট করতে নেমেছিল ইংল্যান্ড। দুই ওপেনার অ্যান্ড্রু স্ট্রস এবং অ্যালিস্টার কুক প্রথম উইকেটে ১১৪ রান তোলেন। সেই রানও পেরিয়ে গেছেন রোহিত-রাহুল জুটি। তারা প্রথম উইকেটে ১২৬ রান তুলেছেন।
🎥 Scenes as @klrahul11 returns to the dressing room after his brilliant 1⃣2⃣7⃣* on Day 1 of the Lord's Test. 👏 👏#TeamIndia #ENGvIND pic.twitter.com/vY8dN3lU0y
— BCCI (@BCCI) August 13, 2021
গত চার বছরে এই নিয়ে দ্বিতীয় বার ইংল্যান্ডের মাটিতে ওপেনিং জুটিতে এক শ রান উঠল।বৃহস্পতিবার ম্যাচের প্রথম দিনে খেলা হয়েছে পুরো ৯০ ওভারই। ডানহাতি ব্যাটার রাহুল ১২৭ রানে অপরাজিত থেকে প্রথম দিন শেষ করেছেন। রোহিত খেলেন ৮৩ রানের দারুণ এক ইনিংস। সুবাদে ৩ উইকেটে ২৭৬ রান তুলে দিন শেষ করেছে ভারত।