Jahangir: ছেলের নাম ‘জাহাঙ্গীর’ রাখার জন্য আবারও বিতর্কের শিকার হয়েছেন করিনা ও সইফ

অনলাইন ডেস্ক, ১৩ আগস্ট।। করিনা কাপুর খান এবং সইফ আলি খান তাদের দ্বিতীয় ছেলের নাম ‘জাহাঙ্গীর’ রাখার জন্য আবারও বিতর্কের শিকার হয়েছেন।প্রথম সন্তান তৈমুর আলি খানের নামকরণের পর বিতর্কের মুখে পড়েছিলেন করিনা কাপুর খান ও সইফ আলি খান। তাই দ্বিতীয় সন্তানের জন্মের বেশ কয়েকদিন কেটে গেলেও ছেলের নাম প্রকাশ্যে আনেননি সইফিনা।

সম্প্রতি ইনস্টাগ্রাম লাইভে নিজের লেখা বই ‘প্রেগন্যান্সি বাইবেল’ প্রকাশ করেছেন অভিনেত্রী। সেই লাইভেই করিনা কাপুর খানকে তাঁর ছেলের নাম জিঞ্জাসা করেন করণ জোহর। অভিনেত্রী জানান, তৈমুরের ভাইয়ের নাম জেহ আলি খান। সেখান থেকেই নেটিজেনরা অনুমান করেন, জেহ নিশ্চয় তাঁর ডাক নাম, তাঁর আসল নাম জাহাঙ্গীর বা জালালউদ্দিন হতে পারে।

গত ফেব্রুয়ারি মাসে দ্বিতীয় সন্তানের মা হন করিনা কাপুর খান। জুলাই মাস থেকেই শোনা যাচ্ছিল সইফিনা ছেলের নাম রেখেছেন জেহ। কিন্তু জেহের পুরো নাম কী? তা নিয়েই নেটিজেনদের মনে চলছিল হাজারও জল্পনা। অবশেষে করিনার বই থেকে জানা যায়, জেহ আসলেই তার ডাকনাম। তার পুরো নাম জাহাঙ্গীর আলি খান।

ছোট ছেলের নাম নিয়ে আবারও বিতর্কের মুখে পড়েছেন সইফ-করিনা। মুঘল সম্রাটের নামে ছেলের নাম রাখাতেই ট্যুইটারে ট্রোলড হচ্ছেন তাঁরা। নেটিজেনদের কেউ কেউ প্রশ্ন তুলেছেন, ‘পাঞ্জাবি কাপুর হয়ে করিনা কী করে সেই মুঘল সম্রাটের নামে ছেলের নাম রাখলেন যে একজন শিখ গুরুকে হত্যা করেছিল।’ পাশাপাশি আরও অনেকেই নামের সঙ্গে ধর্ম মিশিয়ে নানা উস্কানিমূলক মন্তব্য করেছেন। উল্টোদিকে কেউ কেউ আবার সইফিনার পাশেও দাঁড়িয়েছেন। ট্রোলারদের যোগ্য জবাবও দিয়েছেন করিনার ফ্যানেরা।

‘মুম্বই মিরর’ পত্রিকার সঙ্গে কথা বলার সময় সইফ বলেছেন, “সোশ্যাল মিডিয়া এটা স্পষ্ট করে দেয় যে সবাই এক অর্থে কে কী নিয়ে ভাবছে।ভাবতে পারে, বলতে পারে। যারা কথা বলছে তারা নির্দ্বিধায় যা খুশি তা বলে, এটাই কখনও কখনও তার কাছে খুব খারাপ লাগে।”

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?