অনলাইন ডেস্ক, ১৩ আগস্ট।। একের পর এক ঘটনায় বিপাকে রাজ কুন্দ্রার পরিবার। এবার আর্থিক প্রতারণা মামলায় শিল্পাকে নোটিশ পাঠাল পুলিশ। লখনউ পুলিশের তরফে ব্যক্তিগতভাবে শিল্পার বাড়িতে সেই চিঠি পৌঁছে দেওয়া হয়েছে।
এখনই শেষ নয়, গোটা ঘটনায় অভিনেত্রীর বয়ান চেয়ে পাঠানো হয়েছে। অন্যদিকে পর্ণকাণ্ডে নাম জড়াল আরও একজনের। গ্রেফতার হয়েছে অভিজিৎ বোম্বলে নামে এক ব্যক্তি। অভিজিৎ পেশায় ব্যবসায়ী, রাজের কোম্পানির একটি ফার্মের পরিচালক। বৃহস্পতিবার তাঁকে গ্রেফতার করে মুম্বই পুলিশের অপরাধ দমন শাখা।
প্রাথমিক ভাবে পুলিশের অনুমান রাজের কোম্পানির এই অবৈধ ব্যবসা সম্পর্কে অনেক তথ্য দিতে পারেন অভিজিৎ। এদিকে পর্ণকাণ্ডে রাজ কুন্দ্রার পুলিশি হেফাজতের মেয়াদ ২০ আগস্ট পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এই মুহূর্তেই রাজকে জামিনে মুক্তি না দেওয়ার কারণ হিসেবে মোট ১৯টি কারণ আদালতে জমা করেছে অপরাধদমন শাখা।