Embassy: কাবুলে নিজেদের দূতাবাস কর্মীদের সরাতে বাড়তি ৩০০০ হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক, ১৩ আগস্ট।। চারদিক থেকে আফগানিস্তানের রাজধানী কাবুলকে ঘিরে ধরতে যাচ্ছে তালেবানরা যোদ্ধা। গোয়েন্দা তথ্যের মূল্যায়ন করে সম্প্রতি মার্কিন কর্মকর্তারা জানান, ৩০ দিনের মধ্যে বিচ্ছিন্ন হচ্ছে কাবুল, নিয়ন্ত্রণ হারাবে ৯০ দিনের মধ্যে।

আল জাজিরা জানায়, এমন পূর্বাভাসের মাঝে কাবুলে নিজেদের দূতাবাস কর্মীদের সরাতে বাড়তি ৩০০০ হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। বাইডেন প্রশাসনের এক কর্মকর্তা বৃহস্পতিবার এ তথ্য দেন।

এর আগে মার্কিন নাগরিকদের দ্রুত আফগানিস্তান ত্যাগের আহ্বান জানান অ্যাম্বাসেডর।

মে মাস থেকে ২০ বছরের যুদ্ধক্ষেত্র আফগানিস্তান ছাড়ছে মার্কিন সেনারা, আগস্টের শেষ নাগাদ সম্পন্ন গবে প্রত্যাহার। আর এ কয়েক মাসে দেশটির অর্ধেকের বেশি অংশ চলে গেছে তালেবান যোদ্ধাদের দখলে।

সর্বশেষ খবরে জানা যায়, আফগানিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর কান্দাহার এবং তৃতীয় বৃহত্তম শহর হেরাত দখলে নিয়েছে তালেবান যোদ্ধারা।

এ নিয়ে গত শুক্রবার থেকে ১২টি প্রাদেশিক রাজধানীর দখল নিল তালেবান যোদ্ধারা।
রাজধানী থেকে ১৩০ কিলোমিটার দূরের কৌশলগত গুরুত্বপূর্ণ গজনি শহরও এখন তালেবান যোদ্ধাদের নিয়ন্ত্রণে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস জানান, কর্মীদের সরানোর পরিকল্পনা করা হলেও দূতাবাস খোলা থাকবে।

আরও বলেন, “আমরা উন্নত নিরাপত্তার ব্যবস্থা করে কাবুলে আমাদের নাগরিকদের উপস্থিতি কমিয়ে আনছি। ”

পেন্টাগনের মুখপাত্র জন কিরবি নিশ্চিত করেছেন যে, দূতাবাসের কর্মী ও বিশেষ ভিসা প্রাপ্ত দোভাষী আফগানদের সরিয়ে আনতে ৩ হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?