অনলাইন ডেস্ক, ১২ আগস্ট।। যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) বুধবার জানিয়েছে অন্তঃসত্ত্বাদের করোনার টিকা দেওয়া উচিত।
একটি নতুন বিশ্লেষণে টিকা নেওয়ার সঙ্গে গর্ভপাতের ঝুঁকি বাড়ার কোনো সম্পর্ক খুঁজে পাওয়া যায়নি বলে জানায় সংস্থাটি।
আরও বলছে, টিকা নেওয়া নারীদের ক্ষেত্রে গর্ভপাতের হার স্বাভাবিক পরিস্থিতিতে গর্ভপাতের হারের সঙ্গে তুলনীয়।
অন্তঃসত্ত্বা নারীরা জরুরি ব্যবহারের জন্য অনুমোদিত ফাইজার, মডার্না বা জনসন অ্যান্ড জনসনের ভ্যাকসিনের যেকোনো একটি নিতে পারবেন।
এর আগে সংস্থাটি অন্তঃসত্ত্বা নারীদের ক্ষেত্রে ভ্যাকসিন ব্যবহারের সুপারিশ করেনি। তবে বিষয়টি নিয়ে তাদের চিকিৎসকের সঙ্গে আলোচনা করতে বলেছিল।
সিডিসি’র প্রজনন স্বাস্থ্য বিভাগের জরুরি প্রস্তুতি ও ব্যবস্থাপনা দলের প্রধান সাশা এলিংটন জানান, অন্তঃসত্ত্বা নারীদের ক্ষেত্রে টিকা নেওয়ার হার এখনো অনেক কম। মাত্র ২৩ শতাংশ অন্তঃসত্ত্বা নারী অন্তত একটি ডোজ নিয়েছেন। তার এখন অন্তঃসত্ত্বা নারীদের টিকা নেওয়ার হার বাড়াতে চান।
এ দিকে টিকা বিষয়ক জাতীয় কমিটির পরামর্শ অনুযায়ী অন্তঃসত্ত্বা ও স্তন্যদানকারী নারীদের করোনার টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার।
৮ আগস্ট অন্তঃসত্ত্বা ও স্তন্যদানকারী নারীদের কোভিড-১৯ টিকা প্রদান সংক্রান্ত দিকনির্দেশনা দিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের এক স্মারক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।