অনলাইন ডেস্ক, ১২ আগস্ট।। উত্তরপ্রদেশের ২৪টি জেলার ৬০৫ টি গ্রাম ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। দক্ষিণ উত্তরপ্রদেশের হামিরপুর, বান্দা এবং জালৌন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জেলা, যেখানে বন্যা সর্বনাশ করছে। মধ্য উত্তর প্রদেশের ইটাওয়া জেলায় ৬৭ টি গ্রাম বন্যার সঙ্গে লড়াই করছে। গোটা উত্তর প্রদেশের ১১০ টি গ্রাম বাইরের দুনিয়া থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে।
প্রয়াগরাজ, গাজীপুর এবং বলিয়ায় গঙ্গা নদী বিপদসীমার উপরে প্রবাহিত হচ্ছে। যমুনাও পাঁচটি স্থানে বিপদসীমার উপরে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় প্রয়াগরাজে ১২ গুণ বেশি বৃষ্টিপাত হয়েছে। গত ২৪ ঘণ্টায় সমগ্র উত্তর প্রদেশে ১৫৪ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে।
উত্তরপ্রদেশে ব্যাপক বৃষ্টিপাত এবং বাঁধ থেকে জল ছাড়ার কারণে, বেশ কয়েকটি নদীতে জলোচ্ছ্বাস এবং রাজ্যের ২৪টি জেলার ৬০০ টিরও বেশি গ্রাম প্লাবিত হয়েছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এরইমধ্যে জালৌন ও হামিরপুরের প্লাবিত এলাকাগুলি বিমানযোগে পর্যবেক্ষণ করেছেন এবং আধিকারিকদের ত্রাণ ও উদ্ধারকাজের নির্দেশ দিয়েছেন।
ত্রাণ কমিশনারের কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, হামিরপুর, বান্দা, ইটাওয়া, জালৌন, বারাণসী, কৌশাম্বি, চান্দৌলি, হাজীপুর, আওরাইয়া, কানপুর দেহাত, প্রয়াগরাজ, ফারুকাবাদ, আগ্রা, বালিয়া, মির্জাপুর গোরক্ষপুর, সীতাপুর, মৌ, লখিমপুর খেড়ি, শাহজাহানপুর, বাহরাইচ, গোন্ডা, কানপুর নগর এবং ফতেহপুরের ৬০৫ টি গ্রাম বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে।
হামিরপুরে সর্বাধিক ৭৫ টি গ্রাম বন্যার কবলে পড়েছে। এ ছাড়া, বান্দার ৭১টি গ্রাম এবং ইটাওয়া ও জালৌনের ৬৭টি করে গ্রাম প্লাবিত হয়েছে। রাজ্যের ১১০ টি বন্যাকবলিত গ্রামের যোগাযোগ অন্যান্য এলাকা থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।