স্টাফ রিপোর্টার, খোয়াই, ১১ আগস্ট।। স্নান করতে গিয়ে খেলতে খেলতে পুকুরের জলে ডুবে কিশোর, জল খেয়ে গুরুতর আহত হয়ে যায়৷ অল্পেতে রক্ষা পেল তের বছরের কিশোরের প্রাণ৷ ঘটনা বুধবার দুপুরে খোয়াই থানাধীন গণকি স্থিত চৌধুরী গ্যাস এজেন্সি সংলগ্ণ এলাকায়৷
আহত কিশোরের নাম আভিজিৎ দাস (১৩)৷ পরিবারের সদস্য ও এলাকাবাসী উদ্ধার করে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক জিবিপি রেফার করে৷
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে বাড়ির পাশে অভিজিৎ দাস অন্যদিনের মতোই একাই প্রতিবেশীর পুকুরে স্নান করতে যায়৷ স্নান করতে গিয়ে পুকুরের জলে খেলতে খেলতে হঠাৎ নিখোঁজ হয়ে যায়৷ সেই সময় পুকুরে অন্যান্য প্রতিবেশীরাও স্নান করছিল৷
হঠাৎ করে প্রতিবেশীরা অভিজিৎকে পুকুরে দেখতে না পেয়ে শুরু হয় খোঁজাখুঁজি৷ সাথে সাথেই তার মাকে খবর দেওয়া হয় এবং প্রতিবেশীরা জল থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে অভিজিৎকে৷
প্রতিবেশী ও পরিবারের লোকজন সাথে সাথে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে যায়৷ চিকিৎসক প্রাথমিক চিকিৎসার অবস্থা গুরুতর দেখে সাথে সাথেই জিবি হাসপাতালে রেফার করে দেয়৷